দুধ লাউ

26 31
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • লাউ - ৮০০ গ্রাম।

  • দুধ - ২ লিটার।

  • কন্ডেন্সমিল্ক - ১ কাপ।

  • গরম মসলা - ২/৩ টি।

  • তেজপাতা - ২ টি।

  • এলাচ - ৩ টি।

  • দারুচিনি - ২ টি।

  • চিনি - ২ কাপ।

  • এলাচ গুড়া - ২ চা চামচ।

  • গুড়া দুধ - দেড় কাপ।

  • কাজু বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • আমান্ড কুচি - ১ টেবিল চামচ।

  • কিসমিস - ১ টেবিল চামচ।

  • ঘি - ২ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে লাউ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে। ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নেওয়ার পর গ্রেটার মেশিন দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। অনেকে চাইলে গ্রেট না করে একেবারে চিকন চিকন করে কেটেও নিতে পারে। এটা যার যার ইচ্ছা। কেটে নেওয়ার পর একটা বড় বাটিতে তুলে রাখতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো পানি দিতে হবে। পানি কিছুটা গরম হলে তাতে আগে থেকে গ্রেট করে রাখা বা কুচি করে রাখা লাউ দিয়ে অল্প আচে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে চুলা অফ করে দিতে হবে এবং একটা বাটিতে রেখে দিতে হবে নামিয়ে। লাউ থেকে পানি ঝড়িয়ে নিতে হবে।

এরপর গ্যাসে অন্য একটা প্যান বসাতে হবে৷ তাতে দুধ দিয়ে মিডিয়াম আচে জ্বাল করে নিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে জ্বাল করার পর তাতে কন্ডেন্সমিল্ক, গুড়া দুধ, চিনি, এলাচ গুড়া দিয়ে আবার কিছুক্ষন নেড়েচেড়ে জ্বাল করতে হবে এবং ঘন বানিয়ে ফেলতে হবে। দুধ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।

এখন গ্যাসে আরেকটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো ঘি দিতে হবে। ঘি কিছুটা গরম হলে তাতে তেজপাতা, দারুচিনি, গরম মসলা, এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে হাল্কা ভেজে নিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তাতে আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা লাউ দিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে মিডিয়াম আচে।

বেশ কিছুক্ষন নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তাতে আগে থেকে জ্বাল করে রাখা ঘন দুধের মিশ্রন ঢেলে দিতে হবে এবং আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষন। তারপর তাতে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিসমিস ছড়িয়ে দিতে হবে এবং আবার কিছুক্ষন নেড়েচেড়ে রান্না করতে হবে।

রান্না করা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু দুধ লাউ।

Sponsors of EYERISH687
empty
empty
empty

8
$ 0.29
$ 0.29 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

The sauces or are those soup? They look so rich, creamy and tasty I hope I can do sauces and soups just like that

$ 0.00
4 years ago

Looking so delicious 😋. Thanks for sharing that🤗

$ 0.00
4 years ago

You are welcome dear brother. Its really very tasty and delicious 😋thanks....

$ 0.00
4 years ago

😋😋😋😋

$ 0.00
4 years ago

Oh my god! Ei recipe ami ei prothom sunlam. But khabar er pic dekhe mone hosse onk moja hoise

$ 0.00
4 years ago

Ha appi ei recipe ti onek beshi mojadar ar sushwadu. Asha kori apnar valo legeche ❤

$ 0.00
4 years ago

নতুন এক রেসিপি । এই প্রথম শুনলাম এই রেসিপি টি। দেখে মনে হয় রেসিপি টি খেতে বেশ ভালো হবে।

$ 0.00
4 years ago

জি ভাইয়া একদম ঠিক বলেছেন। এই খাবারটি খেতে ভীষণ মজাদার। কিন্তু এই রেসিপিটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। হয়তো আপনার কাছে এটি নতুন একটা রেসিপি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

$ 0.00
4 years ago

মোরব্বা ঝোল সহ কে তো দুধ লাউ বলে তাইতো?

$ 0.00
4 years ago

হুম অনেকটা সেরকমই ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

সত্যি আনকমন একটা রেসিপি। আপনি এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন মাঝে মধ্যে আমি বিস্মিত হয়ে যায় । আপনি আমাদের মাঝে এমন ভালো রেসিপি আরো শেয়ার করতে থাকুন।

$ 0.00
4 years ago

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সবসময় সাপোর্ট এবং উৎসাহ দিয়ে আমার পাশে থাকার জন্য। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট পাবো আপনার থেকে।

$ 0.00
4 years ago

রিড ক্যাশের বর্তমান যে অবস্থা মাঝে মধ্যে হাল ছেড়ে দিই।যত দিন যাচ্ছে ততই যেন কাজটা কেমন হয়ে যাচ্ছে কোন তারগেট নাই কাজের প্রতি তেমন কোনো উৎসাহ নাই। যতদিন রিড ক্যাশে থাকব অবশ্যই সাপোর্ট করবো।

$ 0.00
4 years ago

কেনো রিড ক্যাশে আবার কি হলো ??? বরং আগের থেকে অনেক ভালো অবস্থা, পয়েন্ট ও অনেক ভালো দেয়।

$ 0.00
4 years ago

আমার তো তেমন একটা দেয় না। আপনি প্রতিদিন কয় ঘন্টা সময় ব্যয় করেন এর পিছনে যদি বলেন তাহলে আমার উপকার হত।

$ 0.00
4 years ago

আমার কোনো নির্দিষ্ট সময় নেই ভাইয়া। তবে আপনার একটিভিটি বাড়ান। বেশি বেশি কমেন্ট করেন, ইউসফুল কমেন্ট অবশ্যই। পোস্ট করেন। পয়েন্ট বেড়ে যাবে৷ তবে হাল ছেড়ে দিলে মোটেই চলবে না।

$ 0.00
4 years ago

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

$ 0.00
4 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤

$ 0.00
4 years ago