চরিত্রের গুণেই মানুষ মর্যাদাবান হয়ে উঠে৷ চরিত্রহীন ব্যক্তিকে সকলেই ঘৃণা করে। চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ।
মানুষের সামগ্রিক আচরণের সমষ্টিই তার চরিত্র। একজন মানুষ কতোটা ভালো বা কতোটা মন্দ তা শনাক্ত করা হয় তার সামগ্রিক চরিত্র দিয়েই। স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে মানুষ মর্যাদা লাভ করে, সমাদৃত হয়৷
চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। মানুষের টাকা-পয়সা, ধন-সম্পদ একবার হারিয়ে গেলে আবার ফিরে পাওয়া যায়। বারবার হারিয়ে গেলে বারবারই ফিরে পাওয়াই সম্ভব। কিন্তু চরিত্র এমন একটা মূল্যবান জিনিস যা একবার চলে গেলে আর কখনোই ফেরত পাওয়া সম্ভব নয়।
একজন চরিত্রবান মানুষকে সকলেই অনেক পছন্দ করে৷ মানুষ চরিত্রবান মানুষকে সর্বদা সম্মান ও শ্রদ্ধা করে। সকলে তাকে মাথার তাজ করে রাখে। তাকে সকল বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করে।
কিন্তু একজন চরিত্রহীন মানুষকে কেউই পছন্দ করেনা৷ বরং সবাই তাকে ঘৃণা করে।একজন চরিত্রহীন মনুষ যতোই বিদ্বান হোকনা কেনো তার কোনোই মূল্য নেই। মানুষ তাকে সর্বদাই ঘৃণা করে। একজন চরিত্রহীন মানুষ সমাজ এবং সমাজের মানুষের কাছে বোঝাস্বরূপ।
নারীদের গহনা যেমব তাদেরকে আলোকিত করে, সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনিভাবে একজন মানুষের সৎ চরিত্র তাকে আলোকিত করে, তার সৌন্দর্য বৃদ্ধি করে।
R8 u ar appi choritro jibonar sobthaka boro sompod ja amadar nijadar ka nijadar apon kore tule