চিকেন ভেজিটেবল সুপ

23 31
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • চিকেন - ২০০ গ্রাম (হাড় ছাড়া বুকের মাংস ছোট ছোট করে কাটা)।

  • চিংড়ি মাছ - ১০০ গ্রাম।

  • মাসরুম - ১ কাপ।

  • ডিম - ২ টি।

  • কর্ণ সুপ - ২ প্যাকেট।

  • টমেটো ক্যাচাপ - ২ কাপ।

  • সয়া সস - দেড় চা চামচ।

  • লবণ - পরিমাণমতো।

  • চিনি - স্বাদমতো।

  • লেবুর রস - ২ চা চামচ।

  • স্বাদেম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ৩ চা চামচ।

  • কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ।

  • মিনি কর্ণ - আধা কাপ।

  • গাজর কিউব - আধা কাপ।

  • মটরশুঁটি - আধা কাপ।

  • ব্রকলি কুচি - আধা কাপ।

  • তেল- পরিমানমতো।

  • আদা কুচি - ১ চা চামচ।

  • রসুন কুচি - ১ চা চামচ।

  • বরবটি - আধা কাপ।

  • পানি - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গ্যাসে একটা বড় প্যান বসাতে হবে৷ তারপর তাতে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে আদা কুচি, রসুন কুচি দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে।

কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে পরিমানমতো পানি দিতে হবে।

কিছুক্ষন নাড়াচাড়া করে তাতে কর্ন সুপ এর মিশ্রনটি দিয়ে দিতে হবে আস্তে আস্তে। কিছুটা নেড়ে তাতে ডিম ভেঙে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তবে ডিম দেওয়ার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তানাহলে ডিমে ছাকরা বেধে যাবে। ডিম দিয়ে আস্তে আস্তে নেড়ে বেশ কিছুক্ষন রান্না করতে হবে।

তারপর তাতে টুকরো করে রাখা চিকেন এর টুকরো, মাসরুম এর টুকরোগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এগুলো ঢেলে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষন রান্না করতে হবে।

বেশ কিছুক্ষন এভাবে রান্না করার পর তাতে কিউব করে কেটে রাখা গাজর, বরবটি কুচি,ব্রকলি কুচি, মিনি কর্ণ, মটরশুঁটি দিয়ে আবার কিছুক্ষন এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষন।

তারপর ঢাকনা খুলে তাতে টমেটো ক্যাচাপ, সয়া সস, টেস্টিং সল্ট, লবন, সামান্য চিনি দিয়ে আবার নাড়তে হবে। এভাবে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। তবে মনে রাখতে হবে যে চুলার আচ খুব কমও রাখা যাবেনা আবার খুব বেশিও রাখা যাবেনা। মিডিয়াম আচে রান্না করতে হবে।

এখন একটা বাটিতে কর্নফ্লাওয়ার ও সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে।

তারপর কর্নফ্লাওয়ার এর মিশ্রণটি আস্তে আস্তে সুপে ঢেলে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে সুপটি ঘন হবে। নাহলে পানি পানি হয়ে যাবে।

কিছুক্ষন এভাবে রান্না করার পর যখন বেশ ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার চিকেন ভেজিটেবল সুপ।

Sponsors of EYERISH687
empty
empty
empty

10
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

চিকেন স্যুপে সাধারনত মাশরুম ব্যবহৃত হয়না। আর আমি পার্সোনালি চিকেন ফ্রাই উইথ সিলি সস, মাশরুম স্যুপ & কফি খাই। এই কম্বিনেশনটা অন্যতম ফেভারিট আমার।

$ 0.00
4 years ago

এটা আপনার ভুল ধারনা ভাইয়া। হয়তো আপনি খাননি। কিন্তু চিকেন সুপে অবশ্যই মাসরুম ব্যবহার করা হয়। হয়তো অনেকে করেনা, বাট অনেকেই এতা মাসরুম ব্যবহার করে থাকে।

$ 0.00
4 years ago

মাশরুম ব্যবহৃত হলে আরো ভালো। তবে অতিরিক্ত প্রোটিন হয়ে যায়। যাই হোক যার যার ব্যক্তিগত পছন্দ।

$ 0.00
4 years ago

সুপ আমার সবসময় পছন্দের খাবার।আর ভেজিটেবল স্যুপ অনেক স্বাস্থ্য সম্মত।

$ 0.00
4 years ago

Hum amaro onek valo lage soup khete. Ar souo ekdike jemon tasty onnodike abr amader shorirer jonno o onek upokari khabar.

$ 0.00
4 years ago

নানা রকম স্যুটের মধ্যে চিকেন ভেজিটেবল স্যুপ অনেক মজার একটি স্যুপ। ধন্যবাদ আপনাকে সুন্দর করে রেসিপিটা লেখার জন্য।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া আমার দেওয়া চিকেন ভেজিটেবল সুপ এর রেসিপিটি এতোটা পছন্দ করার জন্য এবং এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago

i love soup.most time i also eating soup.i also love vegetables soup. thanks you so much a nice resipe share

$ 0.00
4 years ago

You're most welcome my brother for reading my receipe. Chicken vegetable soup is very useful for our health. It is a very healthy food indeed.

$ 0.00
4 years ago

ভেজিটেবল তো অনেক ভালো খাওয়ার জন্য অনেক সুস্বাদু এন্ড পুষ্টিকর।স্বাস্থ্যের জন্য খুব উপকারী ভেজিটেবল খাওয়া।এর মধ্যে সব কিছু পাওয়া যায় যেমন ভিটামিন এ বি সি ডি।

$ 0.00
4 years ago

Hum ekdom thik bolechen apu. Vegetables amader jonno onek beshi upokari khabar. Ar vegetables e onek vitamin thake.

$ 0.00
4 years ago

সুপের কথা শুনলেই আমার জিহ্বা ই পানি চলে আসে।এটা আমার খব প্রিয় খাবার। কিন্তু করোনার কারণে আমি এটার কথা ভুলেই গেছি অনেকদিন বাদে আমার মনে পড়লো আপনার এই পোস্ট টা দেখে।

$ 0.00
4 years ago

সুপ খুব উপকারি খাদ্য। এটি স্বাস্থ্য সম্মতও বটে। আমাদের সবার উচিত সুপ খাওয়া। সুপ আমার খুব পছন্দের খাবার। যদিও আমি সুপ বানাতে পারি না তাই আমাকে সুপ কিনে খেতে হয়।

$ 0.00
4 years ago

চোখেতে অনেক ছবি ভালো লাগে। এটা তরলজাতীয় খাবার তাই স্বাস্থ্যের পক্ষে উপকারী।চিকেন ভেজিটেবল স্যুপ আসলে অনেক সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। আমার খুবই ভালো লাগে এই খাবারটি ধন্যবাদ আপু এমন একটি খাবার উপস্থাপনা করার জন্য।

$ 0.00
4 years ago