আস্ত মুরগির শাহী রেজালা

26 38
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • আস্ত মুরগি - ১ টা (১ কেজি)।

  • আদা বাটা - ৩ চা চামচ।

  • রসুন বাটা - ৩ চা চামচ।

  • পেয়াজ বাটা - ৩ চা চামচ।

  • পেয়াজ কুচি - ২ কাপ।

  • হলুদ গুড়া - ৩ চা চামচ।

  • মরিচ গুড়া - ৩ চা চামচ।

  • গরম মসলা গুড়া - ৩ চা চামচ।

  • গরম মসলা - ৩/৪ টি।

  • দারুচিনি - ৩ টি।

  • তেজপাতা - ২ টি।

  • টমেটো ক্যাচাপ - ২ কাপ।

  • সয়া সস - ২ চা চামচ।

  • টেস্টিং সল্ট - ৩ চা চামচ।

  • লবণ - স্বাদমতো।

  • চিনি - পরিমাণমতো।

  • লেবুর রস - ২ চা চামচ।

  • টকদই - আড়াই কাপ।

  • তেল - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা বাটিতে চিকেনটাকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে অন্য একটা বাটিতে রাখতে হবে। চিকেনটাকে ছুরি দিয়ে গায়ে দাগ কেটে দিতে হবে গা জুড়ে। যাতে করে মসলাগুলো চিকেন এর ভেতর খুব ভালোভাবে ঢুকতে পারে।

এবার চিকেন এর মধ্যে লেবুর রস, টকদই, হলুদ গুড়া, মরিচ গুড়া, লবণ, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, আদা বাটা, টমেটো সস, সয়া সস, গরম মসলা গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেট করে রাখতে হবে প্রায় ৩-৪ ঘন্টা। মেরিনেট করার ফলে মাংসের ভেতর মসলাগুলো ঠিকভাবে ঢুকে।

এবার মেরিনেট করা হয়ে গেলে গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে মেরিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে হাল্কা আচে ভেজে নিতে হবে খুব ভালো করে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে৷

এবার গ্যাসে অন্য একটা প্যান বসাতে হবে। তাতে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে তেজপাতা, দারুচিনি, গরম মসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তাতে আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা দিয়ে আবার কিছুক্ষন নাড়তে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করার পর তাতে পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।

ভেজে নেওয়ার পর তাতে হলুদ গুড়া, মরিচ গুড়া, গরম মসলা গুড়া, স্বাদে ম্যাজিক, টকদই, লেবুর রস, টেস্টিং সল্ট দিয়ে আবার কিছুক্ষন নেড়ে কষিয়ে নিতে হবে মসলাটাকে।

এবার তাতে ভেজে রাখা চিকেন দিয়ে দিতে হবে। চিকেন দিয়ে আবার কিছুক্ষন নাড়তে হবে। এখন তাতে পরিমানমতো পানি দিয়ে কিছুক্ষন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। বেশ কিছুক্ষন এভাবে রান্না করার পর ঢাকনা খুলে তাতে টমেটো সস দিয়ে আবার কিছুক্ষন নেড়েচেড়ে রান্না করতে হবে।

তারপর চুলা অফ করে নামিয়ে নিতে হবে। এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ও সুস্বাদু আস্ত চিকেন শাহী রেজালা।

Sponsors of EYERISH687
empty
empty
empty

10
$ 0.14
$ 0.14 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

Wow, apnar lekha asto murgir sahi rejala onek sundor sussadu akti khabar.asa kori arokom aro onek post korben.

$ 0.00
4 years ago

apnake onek onek dhonnobad vaiya amar lekha asto murgir shahi rejala ei receipe ti etota pochondo korar jonno.

$ 0.00
4 years ago

আপু বাসায় একদিন দাওয়াত খাওয়ান। আপনার রেসিপি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

জি আপু অবশ্যই। কেনো নয় ?? কবে আসবেন বলেন?? আমার বাসায় আপনকে স্বাগতম আপ্পি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

Apnakeo onek onek dhonnobad apu

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

Asha kori sobsomoy evabei amar pashe thakben ar evabei support korben.

$ 0.00
4 years ago

বাহ্! জিভে জল চলে এল! দারুণ রেসিপি! 😋

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু তোমাকে। এটা আসলে জিভে জল আসার মতোই একটা রেসিপি।

$ 0.00
4 years ago

দেখেই তো খাইতে ইচ্ছে করছে আপু।অনেক ভালো আর সুস্বাদু একটা রেসিপি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপু আপনাকে। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার দেওয়া চিকেন এর রেসিপিটি পড়ার জন্য। আর পছন্দ করার জন্য।

$ 0.00
4 years ago

মুরগী ছাড়া জীবন অচল আপু।খেতেই হয়। তাই রেসিপিগুলাও দেখতে ভালো লাগে।

$ 0.00
4 years ago

Dhonnobad apu amar deoya chicken shahi rejalar receipe ti pochondo korar jonno.

$ 0.00
4 years ago

আপনার রেসিপি মুখে জল আসা মতো রেসিপি।তবে এই রেসিপি আমাদের নতুন মেহমান দার এই রেসিপি দিয়ে আপ্যায়ন করা হয় বেশি

$ 0.00
4 years ago

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো প্রশংসা করার জন্য। আস্ত মুরগির শাহী রেজালা আমাদের দেশে অনেক জনপ্রিয় একটা খাবার।

$ 0.00
4 years ago

মজার একটা কাহিনী বলি। রেসিপি দেখে মনে পড়লো। একদিন আমরা ৩জন বের হয়েছি ঘুরবো। সারাদিন ঘুরাঘুরির পর আমরা রেস্টুরেন্টে গেলাম। এখন বলি একটা ফুল চিকেন গ্রিল দিতে। এখন ওরা ভুলে রেজালা চিকেন দিয়ে দেয় তাও নান ছাড়া আমরা তখন নতুন ছিলাম। চিনতাম না তেমন কোনটা কি আইটেম। খেয়ে বিল দিতে গেলে মেমো তে দেখি রেজালার বিল। এখন আমি বলি আমাদেত বিলনা এটা। আমরা গ্রিলের অর্ডার দিয়েছিলাম। পরে অনেক্ষন পর রেস্টুরেন্ট এর ম্যানেজার আসে। বলে খাবারের চবি আছে কিনা। আমরা দেখাই। বলে এটা রেজালা। আপনারা না খেলে আমরা পে নিতাম না এখম খেয়ে ফেলেছেন এটার জন্য পে করতে হবে। সেদিন এত লজ্জা পেয়েছিলাম যে খাবারের নাম না যেনে না চিনে আর খেতে যাইনি কখনো। কোথাও গেলে আগে থেকে স্টাডি করে যায় যাতে সমস্যায় না পড়ি, লজ্জায় না পড়ি।

$ 0.00
4 years ago

হাহাহা,,,, সত্যিই ভাইয়া আপনি খুব মজার একজন মানুষ। হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে যাচ্ছে।

$ 0.00
4 years ago

মুরগির মাংসের সকল রেসিপি আমার খুব পছন্দের। এটাতো অনেক সুন্দর লাগতেছে দেখতে খেতে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ্।

$ 0.00
4 years ago

মুরগির মাংসের সব রেসিপি আমারও অনেক ভালো লাগে খেতে। আর এই রেসিপিটি খেতে অনেক মজার, আপনি বাসায় ট্রাই করবেন।

$ 0.00
4 years ago

আপু খাবারটি দেখেই মুখে জল চলে আসলো।আপনি এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার সম্পর্কে রেসিপি লিখেন আসলে অনেক সুন্দর লাগে। আপনার আস্ত মুরগির রেসিপি টা দেখতে যেমন সুন্দর আশা করে খেতেও তেমন সুন্দর। আমার অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি।

$ 0.00
4 years ago

হ্যাঁ, আস্ত মুরগির শাহী রেজালা আসলে জিভে জল আসার মতোই একটা খাবার। আর বেশিরভাগ মানুষ এমনিতেই চিকেন অনেক পছন্দ করে। আস্ত মুরগির শাহী রেজালা অনেক সুস্বাদু।

$ 0.00
4 years ago