আম পায়েস

11 19
Avatar for EYERISH687
3 years ago

উপকরণসমূহ :

  • দুধ - ২ লিটার।

  • পাকা আম কুচি - আড়াই কাপ।

  • পোলাও চাল - ২ কাপ।

  • চিনি - ২ কাপ।

  • গুড়া দুধ - ১ কাপ।

  • কন্ডেন্সমিল্ক - ১ কাপ।

  • এলাচ গুড়া - ২ চা চামচ।

  • কাজু বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম কুচি - ১ টেবিল চামচ।

  • আমান্ড কুচি - ১ টেবিল চামচ।

  • কিসমিস - ১ টেবিল চামচ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা আম কুচিগুলো ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো দানাদানা ভাব না থাকে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে নামিয়ে একটা বাটিতে রেখে দিতে হবে।

পোলাও চালগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে। চালগুলো ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আর একটা বাটিতে তুলে রাখতে হবে।

এবার গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে দুধ দিতে হবে। দুধ দেওয়ার পর অল্প আচে আস্তে আস্তে জ্বাল করে নিতে হবে। বেশ কিছুক্ষন নাড়াচাড়া করে জ্বাল করার পর তাতে আমের পিউরি, চিনি, কন্ডেন্সমিল্ক, গুড়া দুধ দিয়ে আবার বেশকিছুক্ষন নাড়তে হবে, অনবরত নাড়তে হবে।

এভাবে অনেক্ষন নাড়াচাড়া করার পর তাতে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিতে হবে এবং আবার কিছুক্ষন নেড়েচেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষন নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে বেশ কিছুক্ষন জ্বাল করে নিতে হবে।

কিছুক্ষন এভাবে ঢেকে জ্বাল করার পর ঢাকনা খুলে দিতে হবে। ঢাকনা খুলে তাতে এলাচ গুড়া, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিসমিস দিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে রান্না করতে হবে।

যখন মাখামাখা হয়ে আসবে আর পায়েস হয়ে আসবে, তখন চুলা অফ করে দিতে হবে এবং নামিয়ে নিতে হবে। এখন একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে উপরে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আমান্ড কুচি, কিসমিস ছড়িয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু আম পায়েস।

Sponsors of EYERISH687
empty
empty
empty

12
$ 0.00
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

Dear, that looks so beautiful, how did you make that white creamy thing or something look like that in the glasss that’s absolutely amazing

$ 0.00
3 years ago

অনেক ধরনের খাবারের কথা শুনেছি কিন্তু আমি প্রথম শুনেছি কিন্তু দেখে খুব টেস্টি মনে হচ্ছে ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য

$ 0.00
3 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে এই রেসিপিটি পড়ার জন্য। আশা করি আপনার ভালো লেগেছে।

$ 0.00
3 years ago

আম এবং পায়েস দুইটাই আমার প্রিয় খাবার।আর এই দুইটা যদি হয় একসাথে তাহলে তো কথাই নেই। আপনার রান্নাটা দেখে আমার খুব লোভ হচ্ছে। আমি এটি তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি আমাদের সামনে আনার জন্য।

$ 0.00
3 years ago

Amar payas nam tai pothom sunlam ami age kokhono.khi nai ai amar payas i hope khub testy lagbe

$ 0.00
3 years ago

অনেক ভালো একটা খাবার। যারা খাননাই খাইতে পারেন।

$ 0.00
3 years ago

আম পায়েস। জিবনে শুনিনি। খেতে কেমন।

$ 0.00
3 years ago

আম পায়েস আমি কখনো খাইনি। প্রথম নাম শুনলাম। আশাকরি খেতে খুব মজা হবে। আম সবার প্রিয় খাবার।

$ 0.00
3 years ago