বিপদের সময়, কে তোমার প্রকৃত আপনজন,
কে তোমার প্রকৃত বন্ধু,
কে তোমার প্রকৃত উপকারী,
তা খুব ভালোভাবে চেনা যায়।
যেকোনো কাজ করিবার আগে তাহা বারবার ভাবিয়া লইয়ো,
কাজটি কি সৎ, ভালো ও সঠিক নাকি অসৎ, মন্দ এবং ভুল।
যদি সৎ, পাপ-মুক্ত ও সঠিক হয়, তবে তাহা করিও।
আর যদি অসৎ, পাপ-যুক্ত ও ভুল হয়, তবে তাহা কখনো করিও না।
গরীব-মিসকিন, বিধবা এবং ইয়াতিমদেরকে দান করো এবং কৃপণতা করোনা।
কৃপণতা ভালো নয় এবং কৃপণতার মাধ্যমে কখনো শান্তি লাভ করাও সম্ভব নয়।
কৃপণের সম্পদ,
উইপোকা খায়, পিঁপড়া খায়।
বিপদের সময়, কে তোমার প্রকৃত আপনজন, কে তোমার প্রকৃত বন্ধু, কে তোমার প্রকৃত উপকারী, তা খুব ভালোভাবে চেনা যায়। যেকোনো কাজ করিবার আগে তাহা বারবার ভাবিয়া লইয়ো, কাজটি কি সৎ, ভালো ও সঠিক নাকি অসৎ, মন্দ এবং ভুল। যদি সৎ, পাপ-মুক্ত ও সঠিক হয়, তবে তাহা করিও। আর যদি অসৎ, পাপ-যুক্ত ও ভুল হয়, তবে তাহা কখনো করিও না।
গরীব-মিসকিন, বিধবা এবং ইয়াতিমদেরকে দান করো এবং কৃপণতা করোনা। কৃপণতা ভালো নয় এবং কৃপণতার মাধ্যমে কখনো শান্তি লাভ করাও সম্ভব নয়। কৃপণের সম্পদ, উইপোকা খায়, পিঁপড়া খায়।