.. .. ঝুমকো জবা
(ফররুখ আহমেদ)
ঝুমকো জবা বন দুল
বনের ফুল ফোটে।
সবুজ পাতা পর্দা খোলে
ঝুমকো জবা বাতাসে দুলাল।
সেই দোলের বীটে
মন উড়ে যায়।
রেলগাড়ি
(শামসুর রহমান)
Hakাক hakাক hakাক ট্রেন চলছে
মধ্যরাতে আই।
ট্রেন চলছে, ট্রেন চলছে
ট্রেনের বাড়ি কোথায়?
একটু শূন্যে সে আবার দৌড়ে গেল
মাঠ পেরুর বন।
পুলে মিউজিক বাজছে
ঝাঁ ঝাঁঝান ঝাঁ।
দেশ বিদেশ ভ্রমণ করে
নাইকোর আবর্তনের সমাপ্তি।
তিনি যখনই চান বাঁশি বাজান,
দিনটা খানিকটা কেটে যায়।
মজার গাড়ি হঠাৎ থামবে
.. .. ঝুমকো জবা (ফররুখ আহমেদ) ঝুমকো জবা বন দুল বনের ফুল ফোটে। সবুজ পাতা পর্দা খোলে ঝুমকো জবা বাতাসে দুলাল। সেই দোলের বীটে মন উড়ে যায়।
রেলগাড়ি (শামসুর রহমান) Hakাক hakাক hakাক ট্রেন চলছে মধ্যরাতে আই। ট্রেন চলছে, ট্রেন চলছে ট্রেনের বাড়ি কোথায়? একটু শূন্যে সে আবার দৌড়ে গেল মাঠ পেরুর বন। পুলে মিউজিক বাজছে ঝাঁ ঝাঁঝান ঝাঁ। দেশ বিদেশ ভ্রমণ করে নাইকোর আবর্তনের সমাপ্তি। তিনি যখনই চান বাঁশি বাজান, দিনটা খানিকটা কেটে যায়। মজার গাড়ি হঠাৎ থামবে