সময় মূল্যবান, তবে জীবন তার চাইতে অনেক বেশি মূল্যবান। জীবন থাকিলে তুমি বহু সময় পাইবে, কিন্তু জীবন না থাকিলে তুমি সময়ও পাইবে না। · কখনো কখনো একজনের জন্য যাহা সামান্য, তাহা অপরজনের ক্ষেত্রে অনেক বড় কিছুও হতে পারে। একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে, যদি গর্তটা হয় পিঁপড়ের।

মন্দ চরিত্রের মানুষ অনেক শিক্ষিত হলেও, সে গ্রহণযোগ্য নয়। মন্দ চরিত্রের মানুষ অনেক ধন-সম্পদশালী হলেও, সে গ্রহণযোগ্য নয়। মন্দ চরিত্রের মানুষ দেখতে অনেক সুন্দর হলেও, সে গ্রহণযোগ্য নয়। প্রতিটি সফলতার পিছনে ব্যর্থতার গল্প থাকে। ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভস্বরূপ। মৃত্যুকে আমরা ভুলে থাকি, কিন্তু মৃত্যু আমাদেরকে ভুলে না।

প্রার্থনায় মন সামলাও, মজলিসে বাক্য সামলাও, ক্রোধে হাত সামলাও, আহারে পেট সামলাও। তোমার আচার-আচরণ, ব্যবহার, স্বভাব-চরিত্র সবসময় নম্র-ভদ্র ও বিনয়ী বানানোর চেষ্টা করো। তোমার মাঝে কি আছে তা তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে। ব্যবহারই বংশের পরিচয়।

1
$
User's avatar
@Dreamshine12 posted 3 years ago

Comments