সামান্য কটু কথাতেই মনখারাপ হয়ে যায়, কান্না চলে আসে। আবার একটু কেউ ভালভাবে হেসে কথা বললেই গলে যান। ভাল ব্যবহার পেলে তার জন্য জান লড়িয়ে দেন। খতিয়ে দেখেন না পেছনের থাকলেও থাকতে পারা জটিল অঙ্ক। পরে সেই সমীকরণ বুঝতে পারলে নিজের ওপর ধিক্কার আসে! ভাবেন, 'আমি কি বোকা!' আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন বা অতিরিক্ত সেনসিটিভ হন, তাতে একেবারেই লজ্জিত হবেন না। এতে এটাই প্রমাণ হয় যে আপনার একটি বড়সড় হৃদয় রয়েছে। সেটা থাকাটা কোন দোষ নয়, একটা বিরাট বড় গুণ। আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি। একটা ক্ষমতা। যা সবার থাকেনা। তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন

1
$
User's avatar
@Dreamshine12 posted 3 years ago

Comments