“নদীর বুকে অলোর ঝলক
গালের উপর চুর্ণ অলক,
মুচকি হাসি, ত্রস্ত পলক,
হলদে পাখীর টিউ।
বর্ষা ঘন রাত্রি নিবিড়
দেশ বাগিনীর সুমিষ্ট নীড়,
গঙ্গা ফড়িং, বিহঙ্গ নীড়,
টিকিট কেনার কিউ।
জোনাকীদের নেবায় জ্বালায়
রূপসীদের ছলায় কলায়
প্রতিদিনের থামায় চলায়
ছোট গল্প আছে।
পাহাড় কভু, কখনও মেঘ,
কখনও থির, কখনও বেগ,
কান্না কভু, কভু আবেগে
বিদ্যুতেরি নাচে।
এই আছে, এই নেই,
ধরতে গেলে বদলে যে যায়
একটি মুহূর্তেই।
ছোটগল্প বহুরূপী
শিল্পী স্বয়ংবরা,
তাদের কাছেই মাঝে মাঝে
দিয়ে ফেলেন ধরা
গৃহস্থ হন বন্য,
আমরা তখন মহানন্দে
করি ধন্য ধন্য
“নদীর বুকে অলোর ঝলক
গালের উপর চুর্ণ অলক,
মুচকি হাসি, ত্রস্ত পলক,
হলদে পাখীর টিউ।
বর্ষা ঘন রাত্রি নিবিড়
দেশ বাগিনীর সুমিষ্ট নীড়,
গঙ্গা ফড়িং, বিহঙ্গ নীড়,
টিকিট কেনার কিউ।
জোনাকীদের নেবায় জ্বালায়
রূপসীদের ছলায় কলায়
প্রতিদিনের থামায় চলায়
ছোট গল্প আছে। পাহাড় কভু, কখনও মেঘ,
কখনও থির, কখনও বেগ, কান্না কভু, কভু আবেগে
বিদ্যুতেরি নাচে। এই আছে, এই নেই, ধরতে গেলে বদলে যে যায় একটি মুহূর্তেই।
ছোটগল্প বহুরূপী
শিল্পী স্বয়ংবরা,
তাদের কাছেই মাঝে মাঝে
দিয়ে ফেলেন ধরা গৃহস্থ হন বন্য, আমরা তখন মহানন্দে করি ধন্য ধন্য