প্রজাপতি প্রজাপতি
কোথা হতে এলে,
এমন সুন্দর রঙিন পাখা
কোথায় তুমি পেলে?
রোজ সকালে পরীর দেশে
কর ওড়াউড়ি,
দুষ্টু কোন ছোট্ট পরী
করবে পাখা চুরি!
পরীর রাজ্য ছেড়ে তুমি
আমার গাঁয়ে এসো,
রোজ সকালে পুকুর ধারে
চুপটি করে বসো।
ছোট্ট খোকা দুষ্টু অতি
ছুটবে তোমার পিছে,
তোমার সাথে উড়তে গিয়ে
থামবে হঠাৎ মিছে!
প্রজাপতি প্রজাপতি
এসো তুমি তবে,
রোজ সকালে তোমার সাথে
আড্ডা জমে যাবে।
দাদা তুমি অনেক সুন্দার কবিতা লিখতে পারেন তোমার কবি আমার খুব পছন্দ হয়েছে