13
33
কোন একদিন আমি থাকবো না!
নিথর দেহ মাটির নিচে হয়তো মনে কেউ রাখবে না,
হাসি আর গানে নাচিবে সবাই আমায় কেহই ডাকবে না,
শোলক বেলার বন্ধুরাও আমায় মনে রাখবে না।
যেদিন আমি আর থাকবো না।
রং বে-রং এর জ্বলবে প্রদীপ সবার ঘরে,
আমার ঘরে জ্বলবে না।
জীবন সীমার গল্পগুলো রইবে পরে,
ডাইরি খুলে কেউ দেখবে না।
যেদিন আমি আর থাকবো না।
সুখ দুঃখের ভাগীদারও যাবে ভুলে,
দু-দিন পরে আমায় মনে রাখবে না।
বন্ধুত্ব আর আড্ডাবাজী সবই রবে,
দিনের পরে দিন আসিবে গাইবে পাখি ভোর বেলাতে
শুধুই আমি রইব না।
কোন একদিন, যেদিন আমি আর থাকবো না!
অসাধারণ কবিতা টা।