Thanks.
খুবই সুন্দর
Thanks dear.
অনেক ভালো লাগলো আপনার পোস্ট। সামনে আরো ভাল ভাল পোস্ট উপহার দিয়েন।
চেষ্টা করবো ভালো পোস্ট দেয়ার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য
আজকাল মানুষের সবচেয়ে বেশি অভাব টাকার। কারন টাকা থাকলে সে সবকিছু করতে পারে। তার সব শখ, চাওয়া-পাওয়া পূরণ করার একমাত্র রাস্তা হচ্ছে এই টাকা। 😓 ধন্যবাদ ভাইয়া এই নিবন্ধটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
আমাদের সমাজে অনেকের টাকা থেকেও অভাবের মধ্যে আছে, আবার অনেকের কিছু হারাবেনা জেনেও সে আজ সুখের মধ্যে আছে,অভাবে তাড়িত মানুষ কখনই সুখি হতে পারে না,|আর আমরা যারা অর্থ সম্পদ কে সুখ মনে করি ,সে জীবনেও সুখি হতে পারবেনা ,আর এটাই হলো অভাবে সেষ পরিণতি, অনেক ভালো লিখেছেন বন্ধু, আমার অনেক ভালো লেগেছে
ধন্যবাদ প্রিয় সুন্দর কমেন্ট করার জন্য। আশা করি এরকম মন্তব্য করে উৎসাহিত করবেন।
আমরা যা পাই তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিৎ । আরো আরো চাই, এই ধরনের মনোভাব থাকলে অভাব তো থাকবেই। বর্তমানে আমাদের মধ্যে কম্পিটিশন চলে প্রতিবেশী কি খাচ্ছে, সে কি পড়ছে, কি কি ফার্নিচার কিনেছে, কত বড় বাড়ি করেছে। অন্যেরটা দেখে নিজেও তার মত হওয়ার চেষ্টা করি। তাই আমাদের অভাব লেগেই থাকে। কিন্তু, আমরা কখনো লক্ষ করিনা একটা মানুষের বাড়ি নেই, ঘর নেই , হাত নেই, পা নেই। তাদের চেয়ে কি আমদের বেশি অভাব??সৃষ্টিকর্তা আমাদের হাত,পা,চোখ, মেধা সবকিছুই দিয়েছেন। তার মানে আমি যথেষ্ট ধনী।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু আমাদের সমাজের অবস্থাটায় এমন। খুব সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ।
অভাব আমাদের জীবনের সঙ্গী বলা যাই , এমুন দিন নেই যে আমরা অভাব পরি না ,তাই অভাব কে সঙ্গী করে বাঁচতে ওই, অভাব বলতে কিছু জিনিসের চাহিদা কে বুজায়। সুন্দর পোস্ট করার জন্য তুমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আশা করি আর ভালো পোস্ট উপহার দিবে, ভালো থাকুন সুস্থ থাকুন আর সামাজিক দুরন্ত বজায় রাখতে চেষ্টা করবে ,
ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
তুমাকে স্বাগতম সুন্দর পোস্ট করার জন্য
Right brother
Hmm dear.
Good