মানুষের স্বভাব

15 31

মানুষ হিসেবে পরিচিত হওয়র জন্য যে কয়টি গুণাবলী দরকার তার মধ্য অন্যতম হলো মানুষের স্বভাব। মানুষকে প্রাণী থেকে আলাদা করা যায় তার স্বভাব দ্বারা। একজন মানুষ সহজেই খারাপ মানুষ কে চিনতে পারে তার স্বভাব দ্বারা। আমাদের মধ্যে অনেকেই উচ্চতর শিক্ষায় শিক্ষিত কিন্তু তাদের স্বভাব এতটাই খারাপ যে সাধারণ মানুষ তাদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে। মানুষের কিছু স্বভাব নিম্নরূপ:

১. একজন মানুষের সুখ দেখলে তার খুব কাছের মানুষের খুব অসহ্য লাগে যার কারণে সে সবসময় হিংসা করে।

২. মানুষের অন্যতম স্বভাব হল অন্যের ক্ষতি করা। সে মনে করে একজন যদি আমার উপরে উঠে যায় তাহলে আমি কি করবো সেই অনুযায়ী সে ক্ষতি করে যাতে তার উপরে উঠতে না পারে।

৩. মানুষের প্রধান স্বভাব হল উপকারীর স্বীকার না করা। কোন মানুষ বিপদে পরলে সে অন্যের কাছে সহযোগিতা চায় এবং পায় ও কিন্তু বিপদ পার হয়ে গেলে সে তার কথার মনে রাখে না।

৪. আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সব সময় পিছন থেকে ছুরি মারে । এটাও একটা মানুষের স্বভাব।

৫. মানুষের আরো একটি স্বভাব হল একজনের কথা অন্য জনের কাছে যেয়ে বলা। এসব মানুষের আসলে কি করা দরকার সেটা আমি জানি না।

৬. মানুষের বিশেষ স্বভাব হল বিশ্বাসঘাতকতা। এই স্বভাবটা খুব বেশি পরিমাণে দেখা যায়।

৭. মানুষের স্বভাব হল অনেক সময় নিজের পরিচিত মানুষকে চিনতে পারে না। সে চেনা মানুষকে অস্বীকার করে।

যাই হোক এগুলো হলো মানুষের স্বভাবের কিছু বৈশিষ্ট্য। বর্তমান সময়ে আমাদের স্বভাব হল ডিজিটাল হিংসা। যেমন ফেসবুকে আমাদেরও অনেক বন্ধু থাকে যারা ছবি দেখে কিন্তু লাইক কমেন্ট করে না। আবার রিড ক্যাশ এ আসি তাহলে দেখি অনেক সাবস্ক্রাইবার কিন্তু সেই পারে লাইক কমেন্ট হয়না। আমি এতক্ষণ ধরে যা লিখলাম তা কাউকে উদ্দেশ্য করে বললাম না।

আমার পোস্ট যদি ভাললাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

10
$ 0.00

Comments

আপনার কথা খুবই ভালো লেগেছে

$ 0.00
4 years ago

Thanks for comment.

$ 0.00
4 years ago

It's true .

$ 0.00
4 years ago

Hmm dear.

$ 0.00
4 years ago

It is true. Now a days it has become a tendency.

$ 0.00
4 years ago

Thik bolesen.

$ 0.00
4 years ago

right

$ 0.00
4 years ago

মানুষ হয়ে জন্মানো সহজ কিন্তু কয়টা মানুষ সত্যিকার অর্থে মানুষের পরিচয় দিতে পারে? আমাদের সবার উচিত একে অপরের জন্য ত্যাগ স্বীকার করা। সবসময় মনে রাখতে হবে সৃষ্টিকর্তা সবসময় আমাদের এর উত্তম ফল প্রদান করবে। মানুষ মানুষের জন্য সর্বপরি এই কথাটি মনে রাখতে হবে

$ 0.00
4 years ago

Hmm.

$ 0.00
4 years ago

Nice articles

$ 0.00
4 years ago

Thanks.

$ 0.00
4 years ago

মানুষ হয়ে জন্মানো সহজ মানুষ হওয়া কঠিন খুব।

$ 0.00
4 years ago

Thik bolesen.

$ 0.00
4 years ago