জেনে অবাক হবেন, আমাদের দেশে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে শার্ট-প্যান্ট পড়াকে আধুনিক ও ভালো কিছু মনে করে। সেখানে পায়জামা-পাঞ্জাবী পড়ে গেলে আপনাকে ঢুকতে দিবে না। অথচ এই রেওয়াজগুলো ব্রিটিশরা আমাদের দেশে প্রচলন করে গেছে।
কেউ যদি ভালো ইংরেজি বলতে পারে তাকে অনেকেই শিক্ষিত মানুষ মনে করে। আর যদি কেউ ইংরেজি ভুল বলে তবে তাকে সবাই বাঙাল বলে। অথচ প্রকৃত অর্থে আমরা সবাই বাঙাল।
- ফারাজ কারিম চোধুরি।
ফারাজ করিম আমার খুব প্রিয় একজন ব্যক্তি,ওনার আচার-ব্যবহার,মহানুভতা, মানবতা,সবকিছু আমাকে মুগ্ধ করেন। আর আপনি ওনার উক্তিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।