অসাধারন একটি ঘটনা

7 10
Avatar for Daimond23
4 years ago

একদিন এক ইহুদী, একজন অলির দরবারে এসে জিজ্ঞাসা করলো, যখন আমরা আমাদের উপাসনা করি, তখন আমাদের খেয়াল অন্যদিকে যায় না, এমনকি মনে কোন প্রকার ওস'ওয়াসার সৃষ্টিও হয়না, এমনকি শয়তানি চিন্তা ভুলেও ধারে কাছেও আসে না। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, আপনারা যখন নামায আদায় করেন, তখন আপনাদের ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে। এইটা কেন ???

তার উত্তরে ঐ আল্লাহর অলি তাকে জবাব দিলেন -মনে করুন দুইটি ঘর, একটা ঘর হল খালি, আর অপরটা "হীরা" দ্বারা পরিপূর্ণ। এখন বলুন দেখি, চোর কোন ঘরের ভিতরে চুরি করতে আসবে ?

উত্তরে ইহুদী বলল- অবশ্যই যে ঘরে হীরা আছে সে ঘরে।

এবার সেই অলি তাকে বললেন কাফির এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো এরকমই। যার কাছে শুরু থেকেই ঈমান নাই, সেখানে শয়তান কি চুরি করতে আসবে ?

আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ( আমিন)

3
$ 0.00

Comments

সুন্দর ও শিক্ষামূলক গল্পঃ। কিন্তু তবু্ও আমি মনে করি নামাজের সময় অন্য দিকে যেন মন না যায় সেদিকে জোর দেওয়া।

$ 0.00
4 years ago

Thank you brother...

$ 0.00
4 years ago

আপনার পোষ্ট অনেক ভালো লাগছে। বিশেষ করে লজিক দিয়ে বুঝানো টা । সবাই সব বুঝে জানে কেউ পালন করে না। সবাইকে আল্লাহ তাআলা ইমান দান করুক। সবাই জান্নাত বাসী হোক। ভালো কাজ গ্রহণ করুন আর খারাপ কাজ বর্জন করুন। আপনাকে ধন্যবাদ। আমিন।।।

$ 0.00
4 years ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্যটি বলার জন্য।সাথে থাকুন সবসময় পাশে পাবেন।

$ 0.00
4 years ago

কথাগুলো এতোটা সত্যি যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলেই চোর কখনোই খালি ঘরে ডুকবেনা। তেমনি শয়তান কেনো ইহুদির ঘরে কেনো ডুকবে যেখানে কোন মূল্যবান কিছু নাই।

নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত, নামাজ শান্তি দেয়,সত্য দেয় আল্লাহ্ কে খুশি করার উপায় দেয়। যার কারণে নামাজে সয়তান আমাদের বিতাড়িত করে থাকে।

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন, ইবাদত কারি মুমিন এর জিবনে শয়তান কখনো আস্রয় হতে পারবে না।

$ 0.00
4 years ago

হুম

$ 0.00
4 years ago