বিশ্বাস করুন, দশ বছর একই বিছানায় পাশাপাশি শুলেও খুব কাছের মানুষটার প্রতি একটা সময়ের পর টান মরে যায়...
খারাপ ব্যবহার সহ্য করতে করতে একটা সময়ে পর সেই মানুষটার প্ৰতি সমস্ত টান মরে যায়....
তখন মানুষটা হাত ছেড়ে চলে গেলেও ন্যূনতম কান্না পায় না, ভেতরটা ফেটে যায় না, বুকটা খালি হয়ে যায় না, গলা শুকিয়ে আসে না, বরং অদ্ভুত একটা শান্তি হয়, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় ভেতর থেকে...
দশ বছর সম্পর্কে থাকার পরেও যদি মানুষটা হঠাৎ একদিন চলে যেতে চায়, মনে হয় তার হাতটা ধরে তাকে নিজে থেকেই বার করে দিই জীবন থেকে।
আমরা অনেকসময় নিজের থেকে ডিসিশন নিতে পারি না, অনুতাপ হয়, নিজের বিবেকের কাছে নিজেকে ছোট মনে হয়, তাই মানুষটা ভুল হওয়া সত্ত্বেও আমরা তার কাছে পড়ে থাকি....
আসলে আমরা "আজকালকার যুগের" হয়েও একটু বেশিই বোকা সহজ সরল, একটা মানুষকে ভালোবাসতে শুরু করলে কখনো জাস্ট মানুষটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবি না....
তাই আমরা খারাপ ব্যবহার সহ্য করেও পড়ে থাকি, ভেবে নিই মানিয়ে নেবো কিংবা নিজের ভালোবাসায় মানুষটাকে পাল্টে দেবো.....
কেউই অন্য একটা মানুষের ভালোবাসায় নিজেকে পাল্টাতে পারে না, যদি না সে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে জানে....
অনুশোচনা বোধ না জন্মালে কখনোই একটা মানুষ নিজেকে পাল্টাতে পারে না....
কিন্তু ওইযে বললাম আমরা একটু বেশিই বোকা, তাই হাজারটা মিথ্যে কথা, ভুলভাল অযৌক্তিক কথা সহ্য করেও পড়ে থাকি, বারবার মানুষটাকে সুযোগ করে দিই আমাদের ঠকিয়ে যাওয়ার জন্য.....
কিন্তু একটা সময়ের পর পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, তখন না পারি মানুষটার সাথে থাকতে আর না পারি মুখের উপর "গেট লস্ট" বলে বেরিয়ে যেতে....
আমরা অপেক্ষা করি কখন মানুষটা আমাদের ছেড়ে চুপচাপ বেরিয়ে যাবে, আমরা সত্যিই তখন মন থেকে চাই যে মানুষটা অন্য কারোর কাছে যাক, অন্য কারোর সাথে নিদেনপক্ষে জড়িয়ে পড়ুক, ভালো থাকুক নিজের মতো করে...
তখন আর মানুষটার প্রতি কোনো মায়া থাকে না, ভালোবাসা ফুরোলেও থাকা যায়, মায়া ফুরিয়ে গেলে এক মুহূর্ত থাকা যায় না.....
তখন আর মানুষটার গায়ের গন্ধে আমরা তৃপ্তি পাই না, বরং মানুষটা আমাদের কাছাকাছি থাকলেও অসহ্য লাগে, ভুল করে আমাদের হাত ছুঁয়ে ফেললেও বিরক্ত লাগে....
তখন আর মানুষটার সাথে এক টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, তখন আর মানুষটার সাথে একটা বেডরুম শেয়ার করতে ইচ্ছে করে না, তখন আর ব্যালকনিতে বিকেল বেলায় দাঁড়িয়ে একসঙ্গে চায়ে চুমুক দিতে ইচ্ছে করে না....
তখন আর মানুষটার সাথে এক বিছানায় পাশাপাশি শুইতে ইচ্ছে করে না, একটা আলমারিতে দুজনের একসঙ্গে জামাকাপড় রাখতে ইচ্ছে করে না....
মানুষটার প্রতি মন উঠে যায়, শুধু পড়ে থাকে একটা দায়িত্ববোধ, আর সম্পর্ক নামক একটা বন্ধন....
আসলে এক একটা মানুষকে খুব ভালোবাসলেও তার সাথে কোনোদিনই সংসারটা হয় না, সংসার করতে গেলে মানুষকে নিজেকে ভেঙে গড়তে জানতে হয়। খুব খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও ধীরস্থির থাকতে জানতে হয়, সংসার করতে গেলে একটা মানুষকে নিজের সততা আজীবন বজায় রাখতে জানতে হয়, সংসার করতে গেলে নিজের ভুলকে স্বীকার করতে জানতে হয়....
ভালো সবাই বাসতে পারলেও সংসার সবাই করতে পারে না আসলে....