আমাদের ঠিক করতে হয় আমরা কার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি

0 22
Avatar for Cutie_Angel_Mukta
3 years ago

ব্যাপারটা তৃতীয় ব্যক্তিকে ভালোবেসে নিজের কাছের মানুষটাকে ছেড়ে যাওয়ার নয়, ব্যাপারটা যোগাযোগ নিভে যাওয়ার নয়, ব্যাপারটা মাঝরাস্তায় "আর পারছি না" বলে হাত ছেড়ে দেওয়ার নয়.....

ব্যাপারটা হলো দিনের পর দিন মিথ্যে কথা বলতে বলতে একদিন হুট করেই চোখের সামনে ধরা পড়ে যাওয়ার পর সম্পর্ক শেষ হওয়ার....

ব্যাপারটা হলো কিছু না বলে কোনো সঠিক কারণ না দেখিয়ে সব জায়গা থেকে হুট করেই একটা মানুষকে সরিয়ে দেওয়ার....

ব্যাপারটা হলো একটা মানুষকে দিনের পর দিন জেনেশুনে বুঝে ইচ্ছে করে ঠকিয়ে যাওয়ার...

সম্পর্ক পাঁচ দিনের হোক, কিংবা পাঁচ মাসের, কিংবা পাঁচ বছরের, আমরা যেদিন থেকে ভালোবাসতে শুরু করি, পছন্দ করতে শুরু করি উল্টোদিকের মানুষটাকে, তার ফোন আসার জন্য সারাদিন রাত অপেক্ষা করতে শুরু করি।

সারাটা দিন বাইরে ঘেমেনেয়ে কাজ করেও গোটা রাত মেসেজ টাইপ করতে শুরু করি, তার জন্য প্রার্থনা করতে শুরু করি, তার নাম মুখে আনলেই হাসতে শুরু করি, বিনা কারণে অভিমান করতে শুরু করি সেদিন থেকেই আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করি....

নিজেকে উজাড় করে প্রিয় মানুষটার সাথে একটা ভালোবাসার ঘর বুনবো বলে স্বপ্ন দেখি, নিজেদের ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু নিজের স্বপ্নে দেখা ঘরবাড়ি ভাঙতে চাই না আমরা কখনো....

তবুও পরিস্থিতির চাপে অনেকসময় হাত ছেড়ে যায়, কিংবা ভুল বোঝাবুঝির কারণে অনেকসময় দুটো মানুষ আলাদা হয়ে যায়.....

কিংবা দুটো মানুষের ভাবনা চিন্তা না মেলার কারণে অনেকসময় আমরা একসঙ্গে থাকতে পারি না....

এইসমস্ত কিছু মেনে নেওয়া যায়, হ্যাঁ ভালোবাসায় যত্নে গড়া ঘরটা ভেঙে যায়, আমরা ভেঙে যাই, তবুও নিজেকে বোঝানোর, স্বান্তনা দেওয়ার জায়গা থাকে.....

কিন্তু একটা মানুষ নিজে থেকে এসে হাজারটা স্বপ্ন দেখিয়ে তারপর যখন হঠাৎ করেই ইগনোর করতে শুরু করে, ফোন রিসিভ করে না, মেসেজের রিপ্লাই দেয় না, হুট করে সব জায়গা থেকে ব্লক করে দেয়, তখন বুকের ভেতরটা ফাটে....

নিজের উপর ঘেন্না হয়, রাগ হয়, যন্ত্রণা হয়, ফাঁকা বাসে, ভিড় ট্রেনে, কিংবা অটোর সিটে বসেও কান্না পেয়ে যায়। এই পৃথিবীতে নিজের সর্বস্ব দিয়ে বিশ্বাস করার পর চরম ভাবে ঠকে যাওয়ার মতো যন্ত্রণা আর কিছু হয় না....

নিজেকে খুব সস্তা মনে হয়, উল্টোদিকের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য হা হুতাশ শুরু হয় বুকের ভেতর...

মানুষটা স্রেফ একটা দিন একটু ভালোভাবে যাতে কথা বলে সেই চেষ্টায় হাজারবার মানুষটার কাছে অপমানিত হতে হয় আমাদের...

দরকার, অদরকার সুবিধে অসুবিধেয় নিজের ক্ষতি করে মানুষটার পাশে থাকার পরেও আমাদের যখন শুনতে হয় "কিছুই করতে পারোনি আমার জন্য" তখন চোখের ভেতর খচখচ করে, জল বেরোয় না, কিন্তু চোখ দুইটা লাল হয়ে যায়....

আমরা সব মেনে নিই, মানুষটার দিনের পর দিন মিথ্যে কথা বলা, মানুষটার মিথ্যে অভিযোগ, দোষারোপ, নোংরা কথা সব মেনে নিই, তবুও দিনের শেষে আমরা নিজেকে উজাড় করে ভালোবাসার অপরাধ মাথায় পেতে নিজেদের শূন্য ঘরে ফিরি একলা.....

এই পৃথিবীতে যেমন ঠকে যাওয়ার মতো যন্ত্রণা আর কিছু হয় না, তেমনই নিজেকে উজাড় করে ভালোবাসতে পারার মতো সুখ আর অন্য কিছুতে নেই। শুধু আমাদের ঠিক করতে হয় আমরা কার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি.....

1
$ 0.00
Avatar for Cutie_Angel_Mukta
3 years ago

Comments