করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম সতর্কতা হচ্ছে নিজেই নিজের নিরাপত্তা বজায় রাখা ।
মুখে মাস্ক পরা হচ্ছে সব থেকে জরুরি৷ যাতে করে বাতাসে ছড়িয়ে থাকা জীবাণু আমাদের শ্বাস নালী দিয়ে ফুসফুসে প্রবেশ করতে না পারে৷ কারন করোনা ভাইরাসের সংক্রমণের সবথেকে উপযুক্ত জায়গা হচ্ছে ফুস ফুস । তাই মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময়ে হাতে হ্যান্ড গ্লাভস পরে কাজ করা উচিত। বিশেষ করে যারা ব্যবসায়ী । সারা দিন টাকা পয়সা নিয়ে লেনদেন করতে হয়। আর টাকার মধ্য দিয়েও করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে।
বাইরে থেকে ঘরে ঢুকলে বা অফিসে গেলে প্রথমে হাত ভালো করে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিতে হবে ।
হাচি কাশি হলে টিস্যু ব্যবহার করতে হবে । আর অসুস্থ অনুভব করলে ডাক্তারএর পরামর্শ নিতে হবে । অযথা ঘরের বাইরে বের হওয়া যাবে না ।
সচেতন হতে হবে সবাইকে । তাহলে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পাওয়া যাবে৷
#ঘরে থাকুন সুস্থ থাকুন । সব সময় Read.Cash এর সাথে থাকুন ।
Feedback to me bro