গণেশ ঠাকুরের সে কী নাচ

Avatar for Badhon88
3 years ago

গঙ্গায় স্নান করতে গিয়েছিল সৌরভ। হঠাত ঘুর্ণিতে পড়ে এই ডোবে কী সেই ডোবে অবস্থা।

হাবুডুবু খেতে খেতে কোন দেবতাকে ডাকা যায় ভাবছিল সে। ৩৩ কোটি আছেন। কাকে ডাকলে কাজ হবে বোঝা খুব সমস্যার। শেষে ভাবল দিন দুই আগেই গণেশ চতুর্থী গিয়েছে, গণেশ বাবাজী নিশ্চয়ই এখন ধরাধআমের কাছাকাছিই আছে। কাজেই আর কিছু না ভেবে একমনে সে জপ করতে থাকল, 'বাবা গণপতি আমায় রক্ষা কর বাবা, এযাত্রায় শুঁড়ের টানে পাড়ে তুলে নাও বাবা'... ইত্যাদি।

তার ডাকাডাকিতে কাজও হল। গঙ্গাপাড়ে প্রকট হলেন গণেশ। কিন্তু সৌরভকে অবাক করে দিয়ে গণেশ পাড়ে দাঁড়িয়েই ধেই ধেই করে ভুঁড়ি দুলিয়ে নাচতে থাকলেন। সে কি নাচ, বলিউডের বড় বড় নাচিয়ে তারকারাও লজ্জা পেয়ে যাবে।

এদিকে সৌরভের তখন খুবই খারাপ অবস্থা। কোনওক্রমে মাথাটুকু জলের উপর ধরে রাখতে পেরেছে। ওই অবস্থাতেই সে কোনওক্রমে বলল, 'আমায় রক্ষা না করে আপনি নাচছেন ভগবান?'

[bad iframe src]

মিচকি হেসে গণপতি বললেন, 'কেন রে সেদিন যখন আমায় ভাসান দিতে এসেছিলি, তুইও তো খুব নাচছিলি।'


4
$ 0.00
Avatar for Badhon88
3 years ago
Enjoyed this article?  Earn Bitcoin Cash by sharing it! Explain
...and you will also help the author collect more tips.

Comments

great article. keep it up dear.

$ 0.00
3 years ago

Ok tnx

$ 0.00
3 years ago