অতি ক্ষুদ্র এক অদৃশ্যনীয় অনুজীব

2 15
Avatar for BRISTY1820
3 years ago

হাই, বন্ধুরা সবাই কেমন আছো???

হয়তো কেউই আসলেই ভালো নাই...চারদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক বিরাজ করছে। কেন এই আতঙ্ক! কি যে সেই পুরো বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে স্থবির করে দাঁড় করিয়েছে!!

দেখতে খুবই ক্ষুদ্র। এতই ক্ষুদ্র যে তাকে খালি চোখে দেখা যায় না, অতি ক্ষুদ্রতিক্ষুদ্র এক অদৃশ্যনীয় ভয়ংকর অনুজীব, যার নাম দেওয়া হয়েছে করোনা ভাইরাস বা কোভিড-১৯। বিগত কয়েক মাস যাবত সারা বিশ্ব জুড়ে চলছে এই কোভিড-১৯ ভাইরাসের আধিপত্য। অপরিচিত এবং অপ্রত্যাশিত ভাবে প্রাপ্ত এই ভাইরাসের বেপরোয়া অভিযানে জনসাধারণ আজ আতঙ্কপ্রবণ। মানুষের জীবন-মৃত্যু যেন আজ ভাইরাসের পদচারণায় দিকনির্দেশিত। করোনা ভাইরাস আজ মৃত্যুর অধিনায়ক হয়ে আসায় প্রিয় আর নিকট আত্নীয়-স্বজনেরা আজ পরস্পর পরস্পরকে দেখছে আতঙ্কের চোখে। গবেষনা আর স্বাস্থ্যবিজ্ঞান এর শত শত প্রচেষ্টাকে নিমিষেই পরাজিত করে জয়ের আসন কেড়ে নিয়েছে এই ক্ষুদ্র অনুজীব। বিজ্ঞান আর প্রযুক্তির সাফল্য আজ উন্নত ও শক্তিধর রাষ্ট্রের হাতে থাকার পরও এই ক্ষুদ্র ভাইরাস সমগ্র বিশ্বকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। ক্ষুদ্র অনু, পরমানু থেকে শুরু করে মহাজাগতিক সকল জ্ঞান-বিজ্ঞান মানুষ অর্জন করলেও করোনা মোকাবেলায় আজ তারা ব্যর্থ। প্রতিদিনই মহামারীর বিধ্বংসী তান্ডবে মৃত্যুর মিছিল দেখতে হচ্ছে মানুষকে।

তবে কি হতে পারে মহামারীর পরিনতি??? কখন মানবজাতি কাঠিয়ে উঠতে পারবে এই ক্রান্তিকাল??? কখন আবার সবাই আতঙ্কমুক্ত হয়ে স্বপ্রনোদিত চিত্তে জীবনের নতুন সন্ধান খুজে পাবে??? তা কে জানে????

মানুষের আাশা-আঙাক্খা, অভিযোগ, অসহায়ত্ব, অস্থিরতার হয়তো একদিন অবসান হবেই, বিজ্ঞানীদের এই অক্লান্ত পরিশ্রমও হয়তো সাফল্য পাবে কিন্তু তাতে থাকবে হাজার হাজার মানুষের জীবনের বিসর্জন। তাই আমাদের সবাই কে সচেতন হতে হবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে তবে এর বিস্তার কিছুটা প্রতিরোধ করা সম্ভব।

5
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder

Comments

Ai bipode amra kichu korta pari ar na pari aka oporka sahajo sohojogita kore taholai amadar manob jibon sartho hoba

$ 0.00
3 years ago

Yes sis 😍 you are absolutely right 😍

$ 0.00
3 years ago