রূপসী বাংলা

2 6
Avatar for Aysha-Aysha
4 years ago

বিশ্বের বুকে বাংলাদেশ হচ্ছে এক সৌন্দর্য তিলক। বাংলার প্রকৃতি অপরূপ সুন্দর। তাই এ দেশকে বলা হয় "রূপসী বাংলা"। বাংলার সৌন্দর্য সুষমায় বিদেশীরা পর্যন্ত মুগ্ধ হয়েছে। তাই তারা এদেশকে বলেছে "স্বর্গের দুয়ার"। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র অসামান্য। এদেশের ভূমিরূপ নিসর্গ রাজির কোন তুলনা হয়না।

বাংলাদেশের দক্ষিণে রয়েছে নিঃসীম বঙ্গবসাগর। সাগর উপকূলজুড়ে রয়েছে প্রাকৃতিক ও কৃত্রিম বনানী রাজি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের প্রকৃতির এক বিস্ময়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র ও বাংলাদেশের ই। বাংলাদেশের কুয়াকাটা থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা অর্জন করা যায়।

সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু উঁচু খেলা ছাড়া সারাটি দেশ কার্পেটের মত সমতল। গাজীপুর ও মধুপুরের রয়েছে শালবনের বিস্তার। অসংখ্য নদ-নদী, খাল বিল,হাওয় হাওর,এর প্রকৃতির সৌন্দর্য কে দিয়েছে ভিন্ন মাত্রা। নদীর রূপালী জলের বুকে আলোর খেলা চোখ জুড়িয়ে দেয়। বিলে ঝিলে শাপলা শালুকের সমাহার কার না মন ভরিয়ে দেয়। পাখপাখালির কলকাকলি কতই না শ্রুতি মধুর। দিগন্ত জোড়া সবুজ মাঠে হাওয়ার হিল্লোল বাংলার বুকে স্বর্গ সুষমা এনে দেয়।

Sponsors of Aysha-Aysha
empty
empty
empty

পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশ ই ছয়টি ঋতুর আবহাওয়া দেখা যায়। প্রতিটি ঋতুর প্রকৃতিকে সাজায় আলাদা রূপে । গ্রীষ্মে, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত বসন্তের পালা বদল রূপসী বাংলার রুপকে আরো মনোহর করে তুলেছে।

6
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Aysha-Aysha
empty
empty
empty
Avatar for Aysha-Aysha
4 years ago

Comments