কোন কিছু করার ইচ্ছা থাকলেই তবে তা বাস্তবে রূপ লাভ করে। মানুষের জীবনে সকল কার্যক্রম নির্ভর করে ইচ্ছা-অনিচ্ছার ওপর। ইচ্ছা ছাড়া কখনো কোনো কাজ ফলপ্রসূ হয় না। পৃথিবীর বুকে মানুষের জীবন সংগ্রামমুখর। প্রাত্যহিক জীবনে মানুষকে অতিক্রম করতে হয় নানা বাধা বিঘ্ন। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষকে পৌঁছাতে হয় কাংক্ষিত লক্ষে। জীবনের সাফল্যের পেছনে যেমন প্রয়োজন সংগ্রাম, তেমনি যেকোনো সংগ্রামে জয়ের জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি।
ইচ্ছাশক্তি ছাড়া কোন সংগ্রামে জয়লাভ করা যায় না, কোন আকাঙ্ক্ষাই ফলপ্রসু হয় না। জীবনকে সার্থক সুন্দর করে গড়ে তোলার জন্য প্রয়োজন সুন্দর পরিকল্পনা এবং শুধু ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি হচ্ছে অসাধ্যকে সাধন করার মূল মন্ত্র। মানুষের ইচ্ছাশক্তির কাছে পর্বত প্রমাণ বাধাও পদানত হতে বাধ্য। পৃথিবীতে যারা কীর্তিমান ,মহৎ এবং সফলকাম, তারা প্রত্যেকেই ছিলেন প্রবল ইচ্ছা শক্তির অধিকারী। এই ইচ্ছাশক্তির বলে তেনজিং হিলারি মানুষের কাছে অজিও বলে প্রতীয়মান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট সর্বপ্রথম জয়কারা নজির স্থাপন করেন।
আমেরিকার নভোচারী দল এই ইচ্ছাশক্তির বলে চাঁদে গমন করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। ভাই জীবনে স্বপ্নের বাস্তবায়ন এবং সংগ্রামে বিজয়ের জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি। সুদৃঢ় ইচ্ছা শক্তির কাছে পরাভূত হয় সকল বাধা বিঘ্ন। কোন কিছুর করার মানসিক ইচ্ছা যদি প্রবল হয়, তবে তা যতই দূরহ হোক না কেন একটা না একটা উপায় বের হবেই। ইচ্ছা শক্তি যার নেই তার মন অলস অবসন্ন।
আত্মশক্তি মানুষকে বড় করে, মহৎ করে এবং জীবনকে সুন্দর করে। ইচ্ছা থাকলে মানুষ লক্ষ্য অর্জনে সম্ভাব্য সব ধরনের বিকল্প সন্ধান করে। শেষ পর্যন্ত একটা উপায় সে খুঁজে পাই। সফলতা লাভের জন্য সকলেরই প্রবল ইচ্ছা ও উদ্যমী সহকারে কাজ করা প্রয়োজন। প্রবল ইচ্ছাশক্তি ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না।
কথাটা সত্যি যে,ইচ্ছে থাকলে তবেই উপায় হয়।ধন্যবাদ