সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করার মধ্যেই সফলতা নিহিত। সকলে মিলে একসঙ্গে কাজ করলে সে কাজ এ ব্যর্থতা এলেও কোন লজ্জা নেই।
যেকোনো কাজ হাত দিলে তার ফলাফল সব সময় ইতিবাচক হবে তা নিশ্চিত ভাবে বলা যায় না। সাফল্য ব্যস্ততা কাজের অবিচ্ছেদ্য অংশ। সাফল্য-ব্যর্থতা যাই হোক কাজ করতে হবে ঐক্যবদ্ধ প্রয়াসে। সকলে মিলেমিশে একসাথে কাজ করার মধ্যে আনন্দ আছে।
সম্মিলিতভাবে কাজ করলে অনেক কষ্টসাধ্য কাজও সহজে সম্পন্ন করা যায়। সম্মিলিত প্রচেষ্টার মধ্যে আছে উৎসাহ এবং আনন্দ। সকলে মিলে কোন কাজ উদ্যোগী হলে সমাজের সকল মানুষের মধ্যে একতা, সম্প্রীতি এবং ভাতৃত্ববোধের সৃষ্টি হয়। সকলে মিলে কাজ করার মধ্যে রয়েছে বৃহৎ শক্তির সংযোগ।
এ ক্ষেত্রে ব্যর্থতার চেয়ে সফলতা সম্ভাবনা তাকে বেশি। তবে সকলে মিলে কোন কাজ করতে গিয়ে তাতে যদি ব্যর্থতা আসে সে ক্ষেত্রে লজ্জাবোধ তেমন তীব্র হয় না। কারণ সমবেত কাজের জয়ের আনন্দ যেমন সকলের তেমনি পরাজয়ের গ্লানি ও সকলে ভাগ করে নেয়। ব্যক্তিবিশেষ হীনমন্যতায় ভোগার সুযোগ এখানে নেই। এই পরাজয়ের জন্য এককভাবে কেউ নিন্দিত হয়না।
পক্ষান্তরে একক ভাবে কোন কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে মনে নানা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়, লজ্জা ভাব জাগ্রত হয়। উপরন্তু একক কাজের ব্যর্থতার গ্লানি এককভাবে নিজেকেই বহন করতে হয়। একক ব্যর্থতাই অনেক সময় মনে হতাশা ও নৈরাশ্যের সৃষ্টি হয়। তবে সকলে মিলে কোন কাজ আন্তরিকতার সাথে করলে ব্যর্থতার সম্ভাবনা খুবই কম। কথায় আছে," Two head are better than one". কাজেই মহৎ এবং বৃহৎ কাজের জন্যে সঙগবদধ প্রচেষ্টায় শ্রেয়।
সবাই মিলেমিশে কোনো কাজ করলে তাতে সফলতা নিশ্চিত। ব্যর্থ হলেও কোনো লজ্জা থাকে না। সবাই মিলেমিশে আবার চেষ্টা করে কাজ সম্পন্ন করে।