বঙ্গভূমি

0 21
Avatar for Aysha-Aysha
4 years ago
Sponsors of Aysha-Aysha
empty
empty
empty

নম: নম: নম: সুন্দরী মম জননী বঙ্গভূমি!

গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর ,জীবন জুড়ালে তুমি।

অবারিত মাঠ ,গগনললাট চুমে তব পদধূলি

ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।

পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,

স্তব্ধ অতল দিঘি কালোজল- নিশিত শীতল স্নেহ।

বুক ভরা মধু বঙ্গের বধূ জল যায় ঘরে-

মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।

2
$ 0.00
Sponsors of Aysha-Aysha
empty
empty
empty
Avatar for Aysha-Aysha
4 years ago

Comments