নারীর জন্ম হওয়া কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল! নারীর কোন আত্মা নেই, নারী অপয়া, নারী শয়তানের রুপ। নারীকে দেখাও পাপ!
কি আজব ব্যাপার! কি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি! এগুলো তো দূর্বল মস্তিষ্কের ভাবনা!!
নারীর জন্ম হয়েছে নাকি স্বামীর সেবার জন্য। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়া ছাড়া তার নাকি আর কোন কাজ নেই।
স্বামী নারীকে বিক্রি করতে পারে। ইচ্ছেমতো স্ত্রী বদলাতেও নাকি পারবে স্বামী। স্ত্রী হচ্ছে বাড়ির/ঘরের সম্পদ, পণ্য বা জিনিসের মতো। নারী ঘরের বাইরে বের হতে পারবেনা, ক্লাশ ফাইভের বেশি পড়তেও পারবেনা, নেতৃত্ব দিতে পারবেনা। স্ত্রীকে নির্যাতন করা যাবে, তার জন্য পরকালে নাকি জবাবও চাওয়া হবেনা স্বামীর কাছ থেকে।
প্লিজ ভাই, এসব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে বদলে ফেলুন। হাজার বছরের পুরোনো ভাবনা থেকে বেরিয়ে আসুন। বাস্তবতা বড়ই কঠিন, বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর। পুরুষতান্ত্রিক এই সমাজে একজন নারীকে যুদ্ধ করে, অসংখ্য বাধা অতিক্রম করে সমাজে টিকে থাকতে হয়। পুরুষের পাশাপাশি নারীও মানুষ। তাদেরও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে এটা বুঝার চেষ্টা করুন। কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে সেটা আপনাকে চিন্তা না করলেও চলবে। আপনি নিজের চিন্তা করুন আগে। যে জিনিসটা আপনার কাছে খারাপ সেটা যে সবার কাছেই খারাপ হবে সেটা আপনাকে কে বলেছে? আপনি কেন দেখেন খারাপ নোংরা জিনিস? কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানো উচিত না। নারীকে তার প্রাপ্য অধিকারটুকু দিয়ে সমাজকে সমতার ভিত্তিতে গড়ে তুলতে সহযোগিতা করুন।
আশা করি সবাই এটা ভালো ভাবেই নিবেন... 😊😊
I will translate this article as soon as possible.... 😊😊
বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।তাই দৃস্টিভঙ্গি বদলে ফেলুন, নারী - পুরুষ সবাইকে সমান চোখে দেখুন।