Thank you এমন একটি শব্দ যা আমরা সচরাচর প্রতিদিনই ব্যবহার করি। কিন্তু এর মাধ্যমে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে থাকে, যদি আমরা এর পরিবর্তে এমন একটি শব্দ ব্যবহার করি যা দ্বারা কৃতজ্ঞতা, কল্যাণ কামনা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে কেমন হয়? তাহলে আমরা বলতে পারি,
ছেলেদের ক্ষেত্রে জাযাকাল্লাহু খাইরান আর মেয়েদের ক্ষেত্রে জাযাকিল্লাহু খাইরান।
ইংরেজিতে যার উত্তরে welcome বলা হয় সেই জায়গায় আমরা ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে ওয়া ইয়্যাক, মেয়েদের ক্ষেত্রে ওয়া ইয়্যাকি।
জাযাকাল্লাহু খাইরান শব্দের অর্থ কি?
এর অর্থ আল্লাহ আপনাকে জান্নাত দান করুক, আল্লাহ আপনাকে সরল পথে পরিচালিত করুক, অভিশপ্ত শয়তানের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করুক, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুক, আল্লাহ আপনাকে রাসুলের সুন্নাতের অনুসারী করুক, আল্লাহ আপনাকে সবরকম কল্যাণ দান করুক।
এর আরো অসংখ্য অর্থ রয়েছে কেননা 'খাইর' শব্দের অর্থ অগুনিত যা গণনা করা অসম্ভব'।
আর ওয়া ইয়্যাক অথবা বারাকাল্লাহু ফীক এর অর্থ আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুক।
পুরুষ ও মহিলার মধ্যে সূক্ষ্ম ব্যবধান থাকলেও এর অর্থ কিন্তু একই।
আল্লাহ আমাদের সবাইকে সুন্নতি পথ অনুসরণ করার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান।
Wow. You have done a great job. You teach us so many things. Good job dear carry on.