যে বয়সে বই নিয়ে পাঠশালায় যাওয়ার কথা, নাটাই হাতে ঘুড়ি উড়ানোর কথা, যে বয়সটা পুতুল খেলার সেই বয়সেই কিছু অবহেলিত শিশুদের নিতে হয় নিজের ভরণ-পোষণের দায়িত্ব এইসব অবহেলিত শিশুদের বলা হয় পথশিশু। খুব কম বয়সে এরা রাস্তায় ফুল বিক্রি করে, পত্রিকা বিক্রি করে, প্লাস্টিক কুড়াই নিজের পেট চালানোর জন্য।আমাদের সমাজের কিছু মনুষ্যত্বহীন মানুষের কারণে ৪৬ শতাংশ মেয়ে পথশিশু আজ যৌন নির্যাতনের শিকার। আর কিছু বিবেকহীন মানুষ এদের ঝুঁকিপূর্ণ কারখানার কাজে ব্যবহার করে। পথশিশুদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। এদের নেই কোন মৌলিক অধিকার। যেই বয়সে একটি শিশুর স্বপ্ন হয় বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে সেই বয়সে এদের চুরি-ডাকাতি, মাদকের মতো অন্ধকারাচ্ছন্ন পথ হাতছানি দিয়ে ডাকে। পথশিশুদের জন্য নিতে হবে টেকসই উদ্যোগ, স্থায়ী পুনর্বাসন, দিতে হবে সম্পূর্ণ মৌলিক অধিকার যা নিয়ে সরকারকে ভাবতে হবে। নতুবা যাদের হওয়ার কথা দেশ উন্নয়নের মূল চাবিকাঠি তারা দেশ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে।
There future are full of darkness. We should moving forward to help these helpless children.