0
19
Written by
AsRohan
AsRohan
4 years ago
আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় নবী (সাঃ) খুব ভালবাসি।আজ উনার হাদিস সমূহের মধ্যে যে হাদিস টি আপনার কাছে বেশী প্রিয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন
এই রকম প্ল্যাটফর্মে একটা একটা হাদীস শপয়ার করলে আমরা অনেক হাদীস জানতে এবং শিখতে পারবো ইনশাআল্লাহ
পরিচ্ছেদঃ ২৪২। মি’রাজে কিভাবে সালাত ফরজ হল?
وَقَالَ ابْنُ عَبَّاسٍ حَدَّثَنِي أَبُو سُفْيَانَ فِي حَدِيثِ هِرَقْلَ فَقَالَ يَأْمُرُنَا- يَعْنِي النَّبِيَّ- صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ
ইবন ‘আব্বাস (রাঃ) বলেনঃ আমার কাছে আবূ সুফিয়ান ইবন হারব (রাঃ) হিরাকল-এর হাদীসে বর্ণনা করেছেন। তাতে তিনি এ কথাও বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন