আমরা যারা জবা ফুলের বাগান করি , তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো মিলিবাগ । এটি মূলত সাদা একধরনের পোকা , যা গাছের পাতা এবং ফুলের কলিতে দেখা যায় । মিলিবাগ হলে গাছে ঠিকমত ফুল ধরে না । এ সমস্যা সমাধানের উপায় হলোঃ
অল্প মিলিবাগ হলে , অর্থাৎ প্রাথমিক পর্যায়ে হলে যদি কেটে ফেলা সম্ভব হয় তাহলে সেই ডাল বা পাতা কেটে ফেলব । কাটা সম্ভব না হলে যদি সামান্য জায়গাতেই হয় তবে স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে স্প্রে করে ভাল করে ধুয়ে ফেলব ।
যদি মিলিবাগ অনেক বেশি হয় সেক্ষেত্রেঃ
১/ এলকোহল স্প্রে করলে মিলিবাগ কমানো যায় । সাধারনত বডি স্প্রে কিংবা নেইলপালিশ রিমোভারে এলকোহল পাওয়া যায় ।
২/ একটি পাত্রে কিছুটা পানি , সমপরিমান নিম অয়েল , হাফ চামচ হলুদের গুড়া , ১ চামচ লিকুইড সোপ (অথবা শ্যাম্পু) মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে ।
৩/ কীটনাশকের মধ্যে ক্লোরোফাইরিফস ২০ সিসি অথবা ইমিডাক্লোপিট যেকোনো একটির ২ মিলি নিয়ে তা ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে মিলিবাগ কমবে ।
৪/ সবচেয়ে সহজ পদ্ধতি হলো - মিনিপ্যাক স্যাম্পু (৩-৫ মিলি) ১ লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে মিলিবাগ গুলো আলতো করে ধুয়ে দিতে হবে । পরের দিন সকালে পরিষ্কার পানি দিয়ে সাবানজল ধুয়ে দিতে হবে । এভাবে ৪-৫ দিন পর পর করলে মিলিবাগ দূর হবে খুব সহজেই ।
জবার বাগান করতে কাজে লাগবে😊😊