জবা ফুলের মিলিবাগ

7 59
Avatar for Arpan
Written by
4 years ago

আমরা যারা জবা ফুলের বাগান করি , তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো মিলিবাগ । এটি মূলত সাদা একধরনের পোকা , যা গাছের পাতা এবং ফুলের কলিতে দেখা যায় । মিলিবাগ হলে গাছে ঠিকমত ফুল ধরে না । এ সমস্যা সমাধানের উপায় হলোঃ

অল্প মিলিবাগ হলে , অর্থাৎ প্রাথমিক পর্যায়ে হলে যদি কেটে ফেলা সম্ভব হয় তাহলে সেই ডাল বা পাতা কেটে ফেলব । কাটা সম্ভব না হলে যদি সামান্য জায়গাতেই হয় তবে স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে স্প্রে করে ভাল করে ধুয়ে ফেলব ।

যদি মিলিবাগ অনেক বেশি হয় সেক্ষেত্রেঃ

১/ এলকোহল স্প্রে করলে মিলিবাগ কমানো যায় । সাধারনত বডি স্প্রে কিংবা নেইলপালিশ রিমোভারে এলকোহল পাওয়া যায় ।

২/ একটি পাত্রে কিছুটা পানি , সমপরিমান নিম অয়েল , হাফ চামচ হলুদের গুড়া , ১ চামচ লিকুইড সোপ (অথবা শ্যাম্পু) মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে ।

৩/ কীটনাশকের মধ্যে ক্লোরোফাইরিফস ২০ সিসি অথবা ইমিডাক্লোপিট যেকোনো একটির ২ মিলি নিয়ে তা ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে মিলিবাগ কমবে ।

৪/ সবচেয়ে সহজ পদ্ধতি হলো - মিনিপ্যাক স্যাম্পু (৩-৫ মিলি) ১ লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে মিলিবাগ গুলো আলতো করে ধুয়ে দিতে হবে । পরের দিন সকালে পরিষ্কার পানি দিয়ে সাবানজল ধুয়ে দিতে হবে । এভাবে ৪-৫ দিন পর পর করলে মিলিবাগ দূর হবে খুব সহজেই ।

11
$ 0.00
Sponsors of Arpan
empty
empty
empty

Comments

জবার বাগান করতে কাজে লাগবে😊😊

$ 0.00
4 years ago

joba ful amar khub vallage☺

$ 0.00
4 years ago

জবাফুল এর বাগান করতে ইচ্ছুক যারা তাদের জন্য খুবই উপযোগী 😅

$ 0.00
4 years ago

অনেক ভাল লেখছেন

$ 0.00
4 years ago

There are many flowers with their different kinds of beauty. But if we talk about among the best was comes obviously. Rose is famous for its beauty and perfume booth. Those who like gardening like you obviously found of rose.

$ 0.00
4 years ago

জবা ফুল অনেক আমার অনেক পছন্দের। আমার ও বাসায় জবা ফুলের গাছ আছে, যেটায় মিলিবাগ ধরেছিলো। পোস্টটি পড়ে উপকৃত হলাম।

$ 0.00
4 years ago