অামি কোনোদিন গল্প লিখিনি। অাজ নিজের জীবনের কিছু কথা বলবো🙂
অাজ থেকে ১০ বছর আগে অামার কাছে সব ছিলো। পরিবার, বন্ধু-বান্ধব, অাত্মীয়-স্বজন। কিন্তু একটা সময় বন্ধুত্বের সম্পর্ক যাদের সাথে ছিলো, তারাই বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে🙂
এখন অামি বড় হয়েছি। তাই অামার কোনো বন্ধু নেই। অামার ছোট বোন পদে পদে অামাকে অপমান করে। কিন্তু অামার বাবা-মা সেটার কোনো প্রতিবাদ করে না🙂
অামার দাদু যখন জীবিত ছিলেন তখন কারও সাহস ছিলোনা তার সামনে অামাকে কোনো খারাপ কথা বলে। এখন অামার দিদা একমাত্র ব্যক্তি যিনি কষ্টের সময় অামার পাশে থাকেন🙂
অাজ থেকে ৪ বছর আগে যাকে ভালোবেসেছিলাম, তার মনে আদেউ আমার জন্য কিছুমাত্র ভালোবাসা অবশিষ্ট অাছে কি না সেটা নিয়ে অামার যথেষ্ট সন্দেহ আছে। অামার মনে হয় অভ্যাসের কারণে সে অামার সাথে কথা না বলে থাকতে পারে না🙂
অাজ অামি খুব সেজেছি। অামি কোনোদিনই মেকআপ করি না। আজও করিনি। নীল শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি পরে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি🙂
সামনে সমুদ্র অার পেছনে মরুভূমি। অামার এখন বেঁচে থাকার ইচ্ছা অার মৃত্যু ভয় কোনোটাই নেই🙂
সামনে গেলে তলিয়ে যাব অথৈ সাগরে🙂
অার পেছনে গেলে জীবনের সাথে করতে হবে সংগ্রাম। ধীরে ধীরে ক্ষুধা আর তৃষ্ণা ঘিরে ধরবে আমাকে। যতক্ষণ বেঁচে থাকবো সংগ্রাম করে যেতে হবে🙂
অতপর প্রকৃতির নিয়মানুসারে মানুষ হিসেবে মৃত্যুকে ভয় পেলাম। জীবন সংগ্রামে জয়লাভ করার আশা নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম মরুভূমির দিকে........💙
So nice.