অন্যের ক্ষতি করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতি ডেকে আনে। তাই অন্যের ক্ষতি ইচ্ছা করে করতে গেলে নিজেরই ক্ষতি হয় এবং এটি করা উচিত নয়।
মানুষ মানুষের জন্য তাই আমরা একে অপরের উপর নির্ভরশীল তাই অন্যের ক্ষতি চাওয়া মানে নিজেরই ক্ষতি হওয়া। তুমি যদি সর্বদা অন্যের কথা ভাবো অন্যের উপকারের কথা ভাবো তাহলে তুমি সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবে।অন্যদিকে তুমি যদি কারোর ক্ষতি চাও তাহলে কোন না কোন সময় তুমি সেই নিজের ক্ষতির সম্মুখীন হবে এটাই বাস্তবতা।
অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ছোট হয়ে যেতে হয় এবং ছোট হয়ে যায়। যে ব্যক্তি অন্যের কথা ভাবে না সে নিকৃষ্ট ব্যক্তি রূপে স্বীকৃতি পায়। সে সবসময় খারাপ কিছু করতে থাকে যার ফলে সে খুব খারাপ পথে চলতে থাকে। বলে সে যত উন্নতি হওয়ার চেষ্টা করুক না কেন সে উন্নতি করতে পারবে না। কারণ কোন দুষ্ট কর্মের ফল মানুষ পৃথিবীতেই পেয়ে থাকে। তাই এমন ব্যক্তি যে অপরের কথা ভাবে না অপরের ক্ষতি করার চেষ্টা করে সে কোন না কোন সময় তার জীবনে ক্ষতির সম্মুখীন সে হবেই।
তাই অন্যের ক্ষতিসাধন করে মহত্ত্বের কিছু নেই। ভালো কিছু করতে হলে। অপরের মঙ্গল কামনা করতে হবে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলতে হবে তাহলেই সঠিকভাবে সঠিক স্থানে সঠিক মুকুটটি সে পরতে পারবে।
আশা করি আপনারা এই কথাগুলোর পথে অনুসারী হবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।
সবাই ভাল থাকবেন।
I hope you like my post https://read.cash/@hazrat02/legit-and-more-earning-site-or-app-which-will-help-you-to-earn-more-e8cdc012