অপরজনের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়।

14 50
Avatar for Akash.
Written by
4 years ago

অন্যের ক্ষতি করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতি ডেকে আনে। তাই অন্যের ক্ষতি ইচ্ছা করে করতে গেলে নিজেরই ক্ষতি হয় এবং এটি করা উচিত নয়।

মানুষ মানুষের জন্য তাই আমরা একে অপরের উপর নির্ভরশীল তাই অন্যের ক্ষতি চাওয়া মানে নিজেরই ক্ষতি হওয়া। তুমি যদি সর্বদা অন্যের কথা ভাবো অন্যের উপকারের কথা ভাবো তাহলে তুমি সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবে।অন্যদিকে তুমি যদি কারোর ক্ষতি চাও তাহলে কোন না কোন সময় তুমি সেই নিজের ক্ষতির সম্মুখীন হবে এটাই বাস্তবতা।

অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ছোট হয়ে যেতে হয় এবং ছোট হয়ে যায়। যে ব্যক্তি অন্যের কথা ভাবে না সে নিকৃষ্ট ব্যক্তি রূপে স্বীকৃতি পায়। সে সবসময় খারাপ কিছু করতে থাকে যার ফলে সে খুব খারাপ পথে চলতে থাকে। বলে সে যত উন্নতি হওয়ার চেষ্টা করুক না কেন সে উন্নতি করতে পারবে না। কারণ কোন দুষ্ট কর্মের ফল মানুষ পৃথিবীতেই পেয়ে থাকে। তাই এমন ব্যক্তি যে অপরের কথা ভাবে না অপরের ক্ষতি করার চেষ্টা করে সে কোন না কোন সময় তার জীবনে ক্ষতির সম্মুখীন সে হবেই।

তাই অন্যের ক্ষতিসাধন করে মহত্ত্বের কিছু নেই। ভালো কিছু করতে হলে। অপরের মঙ্গল কামনা করতে হবে অপরের সাথে কাঁধ মিলিয়ে চলতে হবে তাহলেই সঠিকভাবে সঠিক স্থানে সঠিক মুকুটটি সে পরতে পারবে।

আশা করি আপনারা এই কথাগুলোর পথে অনুসারী হবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।

সবাই ভাল থাকবেন।

13
$ 0.19
$ 0.19 from @TheRandomRewarder
Sponsors of Akash.
empty
empty
empty

Comments

হ্যাঁ, একেবারে সঠিক কথা বলেছেন ভাইয়া। অন্যের ক্ষতি করতে গেলে বা করতে চাইলে নিজের ক্ষতি হয়৷ তাই এ ধরনের চিন্তা ভাবনা থেকে সকলেরই দূরে থাকা দরকার।

$ 0.00
4 years ago

আপনিও তো বুঝলাম তুমি সবাইকে বোঝানো খুব কষ্ট আপু। বর্তমানে কেউ কারো ভালো চায়না। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

হুম ঠিক তাই। বর্তমানে কেউ কারো ভালো চায়না। বেশিরভাগ মানুষই শুধু অন্যের ক্ষতি করার কথা চিন্তা করে। যা মোটেও ঠিক নয়।

$ 0.00
4 years ago

আপনার গল্পটি পড়ে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরও এমন শিক্ষণীয় গল্প লিখতে থাকুন।

$ 0.00
4 years ago

অবশ্যই দিতে থাকবো যদি আমার সাথে আপনারা থাকেন এবং আপনাদের আমার সাথে থাকাটাই সব থেকে বেশি মূল্যবান।

$ 0.00
4 years ago

লেখাটা পড়ে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম।আসলে আমাদের সকলের উচিত অন্যের উপকার করা এবং তারা যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখা। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

হ্যাঁ ভাই লেখাটা অনেক শিক্ষামূলক একটি লেখা। হ্যাঁ এটাই আমাদের সকলকে এই উপকার করা উচিত অপরের ক্ষতি না করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ‌।

$ 0.00
4 years ago

This story is very nice to read. Many many thanks for this helpful post. Thanks.

$ 0.00
4 years ago

Yes thank you I try next time better article. Thanks for your valuable comment...

$ 0.00
4 years ago

কেননা যদি আমরা অন্যদের ভালো চাই তাহলেই অন্যরা আমাদের ভালো চাইবে এবং ঈশ্বর আমাদের সাথে থাকবেন। তাই কখনো কারো ক্ষতি চাওয়া উচিত না। কারণ অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

$ 0.00
4 years ago

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অপরের ক্ষতি করা কখনই উচিত নয় হ্যাঁ এটাই ঠিক হতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হবেই। তাই অপরের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

$ 0.00
4 years ago

কখনো অপরের ক্ষতি চাইতে নাই। তাতে যদি নিজের ক্ষতি হয় তাও মেনে নিতে হয়। অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অপরের ক্ষতি চাওয়া আসলে কখনো উচিত নয়। অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই এটাই বাস্তবতা। ধন্যবাদ আপু আপনার এই মূল্যবান মতামতের জন্য।

$ 0.00
4 years ago