আসসালামু আলাইকুম। আমি @Afi.Amatullah আজ একটা অজানা জিনিস নিয়ে এসেছি, সবাই তো টুথপেষ্ট ব্যবহার করি, কিন্তু কখোনো কি দেখেছি এর গায়ে ছোট্ট একটা চিহ্ন থাকে!!
টুথপেস্টের গায়ে রঙিন চিহ্নের মানে জানেন কি?
লাল, নীল, সবুজ, কালো রঙের এই ছোট্ট মার্ক রয়েছে, যা আলাদা আলাদা অর্থ। রং ভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানে আছে৷
সবুজ: যেসমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তার জন্য সবুজ রংয়ের কিউব দেওয়া থাকে।
নীল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়৷
লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
কালো: এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়৷
I have known it for the first time. Thank you so much for your information.