যখন কিয়ামতের আলামত বা দাজ্জালের আগমন সম্পর্কে পড়াশুনা করছিলাম বা ইউটিউব থেকে শুনছিলাম, তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসছিলো-"এই অত্যাধুনিক পৃথিবীতে দাজ্জাল কিভাবে প্রকাশ পাবে? দাজ্জালের আগমনের সময় পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা প্রকাশ পাবে, সেটা কিভাবে পাবে?? "
এইরকম কিছু প্রশ্নের উত্তর খুজার চেষ্টা করতাম। এই করোনার পরিস্থিতিতে পুরো পৃথিবীর সিস্টেমে যেভাবে পরিবর্তন এসেছে, বিশৃঙ্খলা এসেছে তাতে আর বুঝতে বাকি নাই দাজ্জালের আগমনের সময়ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াটা কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে কি না সম্ভব!!
আবার যতবারই বুখারীর ১ম হাদীসটি-আলক্বামাহ ইব্নু ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিতঃ
"আমি ‘উমর ইব্নুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে। "(সহিহ বুখারী, হাদিস নং ১)
-পড়েছি,ততবারই মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে- "কেউ কি এমন থাকতে পারে যে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য না দিয়ে কোনো মহিলাকে বিয়ে করাকে প্রাধান্য দিবে!! সে কোন বোকা, যে হিজরতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে বেছে না নিয়ে কোনো মহিলাকে বিয়ে করাকে বেছে নিবে!!"
কিন্তু আল্লাহ তায়ালা আমার এই প্রশ্নেরও উত্তর আমার সামনেই দিয়ে দিলেন। কিছু কিছু মানুষ দেখেছি যারা সারাজীবন হয়তো ততটাও ভদ্র সাজে না, বিয়ের জন্য ছেলে / মেয়ে দেখার সময় যতটা সাজে। কিছু কিছু ছেলে বেশ কয়েকটা রিলেশন করার পর বিয়ের আগ মুহুর্তে এমন ভালো সাজে যেন তার মত ভালো এই পৃথিবীতে নেই, তার নিয়ত শুধু একজন সতী নারী পাওয়া। ভাগ্যক্রমে একজন সতী নারীই তার কপালে জুটে। খুব কষ্ট লাগে এইসব বোনদের জন্য। আল্লাহ যেন আমার সব বোনদের রক্ষা করেন। যার জন্য তারা এত বছর ধরে সতীর্থতা রক্ষা করে আসছেন, সৌন্দর্য অন্যের থেকে লুকায় আসছেন, সেই ব্যক্তিও যেন পবিত্রই হয়।
আমি শুধু আমার কিছু চিন্তা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি কেউ পারসোনালি নিবেন না। ধন্যবা।
💜💜❤❤🖤🖤