টিনের চালে ভুত ভুতুম
ডাকছে ওটা কী
ভয় পেয়ো না শিফামণি
ওটা ভুতুম পাখি।
ভুতুম পাখি দেখতে কেমন
আমায় দেখাও না
তুমি তো মা ছোট্ট খুকি
তোমায় দেখা মানা।
মস্ত বড় ভুতুম পাখি
দেখলে পাবে ভয়
তাই যদি মা হয়
তাইলে আর নয়।
ভুতুম পাখি উড়ে গেলো
কাঁপালো টিনের ঘর
খুকুমণি চমকে ওঠে
কাঁপছে থর থর।
Sokal sokal jodi chokhar samne amn akta kobita pora jai mon ta kmn jani fresh hoa jai. Nic poem vaiya