তুমি কোন বাগিচার ফুল?
তুমি কোন বাগিচার ফুল?
তোমার রূপের কাছে হার মেনেছে
গোলাপ পারুল
তুমি কোন বাগিচার ফুল?
তুমি কোন বাগিচার ফুল?
তোমার রূপের মোহে পাগল আমি
তাই তো করি পাগলামি
ঠিক করি না ভুল করি
জানি,জানে আর্ন্তযামী
তুমি খোদার হাতে গড়া
এক সোনার পুতুল
তুমি কোন বাগিচার ফুল?
তুমি কোন বাগিচার ফুল?
তুমি যখন বাহির হও
লাল শাড়িটি পড়ে
উতাল-পাতাল করে মন
পড়লে নজরে
সোনা-রূপা,যুই-কেতকী ফুল
তোমার সাথে হয় না কারো তুল
তুমি কোন বাগিচার ফুল?
তুমি কোন বাগিচার ফুল?
তোমার রূপের ঝলক
দেখলে এক পলক
পাগল হয় রে মানবকুল
তুমি কোন বাগিচার ফুল?
তুমি কোন বাগিচার ফুল?
" তুমি কোন বাগিচার ফুল" কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।