টক মিষ্টি ইলিশ রেসিপি

9 23
Avatar for Adnan334
4 years ago

উপকরণ:

১) ইলিশ মাছ-৯/১০ টুকরো।

২) পিঁয়াজ পেস্ট-২ কাপ।

৩) পিঁয়াজ কুচি-৩/৪কাপ।

৪) তেল-২/৩ কাপ।

৫) হলুদ গুঁড়া-২চা চামচ।

৬) মরিচ গুঁড়া-২টেবিল চামচ।

৭) আস্ত কাঁচা মরিচ ফালি-৩/৫টা।

৮) তেতুলের মার -১/৪কাপ।

৯) আদা পেস্ট-২চা চামচ।

১০) চিনি-২/৪কাপ।

১১) পাঁচফোড়ন ভাঁজা গুঁড়া-২/৪চা চামচ।

১২) কালোজিরা-৩/৪ চা চামচ।

পদ্ধতি:

প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছের টুকরা গুলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে গরম তেলে তা ভেজে নিতে হবে। মাছ যখন ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে রেখে দিতে হবে। এবার গরম তেলের মধ্যে পিঁয়াজ কুচি ভেজে নিতে হবে পিঁয়াজ কুচি বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।

এবার সব উপকরণ অর্থাৎ আদা পেস্ট, পিঁয়াজ পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কালোজিরা দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। এরপর কষানো মসলায় তুলে রাখা ভাজা ইলিশ মাছ কষিয়ে নিতে হবে। এরপর তেঁতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ২০ মিনিট স্বল্প আঁচে রান্না করতে হবে। রান্না হয়ে গেল টক মিষ্টি সুস্বাদু ইলিশ। এবার আপনার পছন্দমতো পরিবেশন করুন।

7
$ 0.05
$ 0.05 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

ইলিশ মাছ আমার খুবই একটি প্রিয় খাবার। ইলিশ মাছের রেসিপি এটা বলার অপেক্ষা রাখে না খুবই সুস্বাদু। আপনার রেসিপিটি টক-মিষ্টি ইলিশ মাছের রেসিপি টা আসলেই অনেক সুস্বাদু একটি খাবার ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago

হ্যাঁ ইলিশ মাছ খুব সুস্বাদু একটি খাবার। আর ইলিশ দিয়ে যেই রেসিপি রান্না করা হোক না কেনো সব রেসিপিই সুন্দর হয়। ধন্যবাদ

$ 0.00
4 years ago

হ্যাঁ আপনি তো সত্যই বলেছেন ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি ভালো লাগে। আপনাকেও ধন্যবাদ ইলিশ মাছ নিয়ে একটি রেসিপি শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

Ato sundor sundor ilis machar recipe samne ase je lob samlano jai na but ami khatai parbo na amar alargi acha je😢

$ 0.00
4 years ago

Donnobad apnar comment ar jonno.

$ 0.00
4 years ago

ইলিশ মাছের এত সুন্দর রেসিপি হই জানতাম।তবে আপনার রেসিপি দেখে অনেক ভালে লাগলো।

$ 0.00
4 years ago

ধন্যবাদ সময় নষ্ট করে আমার পোস্ট পড়ে সুন্দর একটা কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago

ইলিশ মাছ যেভাবে ই রান্না হোক মজা লাগে। আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের ডিম এবং ঝোল।তবে টক দিয়ে খাইনি কখনো।

$ 0.00
4 years ago

Donnobad apnake. Elish mas khub sussadu akta mas. R tok mistry elishe ranna khub mojadar khabar.

$ 0.00
4 years ago