তিস্তা খুব বড় নদী নয় । তবে এর গতিপথ বাংলাদেশের অনেক ভৌগোলিক পরিবর্তন সাধন করেছে। প্রাচীন ত্রিস্রোতা থেকে তিস্তা নামটির উৎপত্তি।এটি পন্থনরি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অবশেষে ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে।ভনবেন ব্রোকের মানচিত্র অনুযায়ী , তিস্তা ভারতের জলপাইগুড়ি থেকে তিনটি ধারায় বিভক্ত হয়েছে। পূর্বের ধারাটি করোতোয়া, মাঝের ধারাটি 'আত্রাই'এবং পশ্চিমের ধারাটি পূর্নভবা। রিনেলের মানচিত্রেও এ তিনটি ধারায় উল্লেখ আছে। খ্রিস্টীয় প্রথম শতকে লিখিত পেরিপ্লাস গ্রন্থেও তিস্তা নদীর উল্লেখ দেখা যায়।১৭৮৬ সালের বন্যার সময় তিস্তা পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রম্মপুত্রের সাথে মিলিত হয় ।এ নদীর পানির হিস্যা নিয়ে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা চলছে । ২০১১সালের সমঝোতা অনুযায়ী ৫০:৫০ অংশে পানি ভাগ হবে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় চুক্তি স্বাক্ষরিত বিলম্বিত হচ্ছে।
1
16
Thanks for writting about Teesta river.....nice post