স্বপ্ন

5 26
Avatar for Adnan334
4 years ago

সুন্দর স্বপ্ন সেটাতো আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুরই হোক না কেন, স্বপ্নের মত সেটা হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করে যেতে হবে। - এটাই হচ্ছে আসল সত্যি। "

10
$ 0.05
$ 0.05 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

সপ্ন দেখতে কে না ভালোবাসে!!!!তবে সেইটাই আসল সপ্ন যেইটা আপনাকে ঘুমাতে দেয় না জাগিয়ে রাখে।ঘুমিয়ে ঘুমিয়ে সপ্নের কোনো মূল্য নেই,,,

$ 0.00
4 years ago

লোকে বলে স্বপ্ন সব সময় সত্যি হয়না। কেন হয়না? অনেক স্বপ্ন আছে অলীক কল্পনা সেগুলোকে যদি তালিকা থেকে বাদ দেই তাহলে সব স্বপ্নই সত্যি হবার সম্ভাবনা রয়েছে। এজন্য শুধু স্বপ্ন পুরনের জন্য কাজ করে যেতে হবে। বেশির ভাগ লোকেই স্বপ্ন দেখে কিন্তু সেটাকে সত্যি করার জন্য কাজ করে না। তাইলে তাদের স্বপ্ন কিভাবে পুরন হবে?

$ 0.00
4 years ago

স্বপ্ন দেখা ভালো। তবে স্বপ্ন যতটা সুন্দর আর সহজ মনে হয়, বাস্তব কতটা সহজ ও সুন্দর নয়। বাস্তবে অনেক কঠিন সবকিছু।

$ 0.00
4 years ago

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে...স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় নাহ।খুব সুন্দর লিখেছেন।ধন্যবাদ

$ 0.00
4 years ago

স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন পূরণ করা জন্য কাজ করতে হবে। ভালো লিখেছেন।

$ 0.00
4 years ago