পুলি পিঠা

14 19
Avatar for Adnan334
4 years ago

উপকরণ:

১) নারিকেল-২টি।

২) চালের গুঁড়া-পরিমাণমত।

৩) লবণ-স্বাদমত।

৪) চিনি/গুড়-১কেজি।

৫) এলাচ-২/৩টি।

৬) দারুচিনি-২/৪টুকরো।

৭) তেজপাতা-২/৩টি।

৮) তেল-পরিমাণমত।

৯) পুলি পিঠার ছাঁচ।

পদ্ধতি:

প্রথমে একটি বাটিতে নারিকেল কোড়াইয়া নিতে হবে। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, কোড়ানো নারিকেল, চিনি বা গুড় দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।

অপরদিকে অন্য একটি পাত্রে পানি গরম করে সেখানে লবণ এবং চালের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়া ঘন আটালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার একটি পাটাতে আঠালো চালের গুঁড়া নিয়ে বড় আকৃতির বল বানাতে হবে। তারপর বড় বড় বল থেকে আটা নিয়ে রুটি তৈরি করতে হবে। রুটি বানানোর পর তা পুলি পিঠার ছাঁচের ভেতরে নিয়ে ভেজে নেওয়া নারিকেল চিনির মিশ্রণ ভরে আটকে দিতে হবে। ছাঁচ দিয়ে আটকে দেওয়ার পর রুটির অন্য অংশ খসে যাবে। আবার ঐ রুটি দিয়ে এভাবেই পিঠা বানাতে হবে। পিঠা বানানো হয়ে গেলে এবার তা ভাজতে হবে।

এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর সেখানে পুলিশ পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হওয়ার পর নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু পুলি পিঠা। এবার পরিবেশনের পালা।

8
$ 0.11
$ 0.11 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
4 years ago

Comments

মায়ের হাতে পুলি পিঠা খাওয়া হয় না অনেক দিন।পুলি পিঠা অনেক মজাদার খাবার। রেসিপ টি অনেক দারুণ

$ 0.00
4 years ago

হ্যাঁ,পুলি পিঠা খুবই সুস্বাদু একটি পিঠা। প্রায় সবাই পুলি পিঠা খেতে পছন্দ করেন। ধন্যবাদ

$ 0.00
4 years ago

পিঠার মধ্যে পুলি পিঠা আমার সবথেকে খেতে খুব ভালো লাগে।আমি পিঠার রাজাই বলি পুলি পিঠাকে। পুলি পিঠার মতো স্বাদ আর অন্য কোন পিঠা হয়না।

$ 0.00
4 years ago

জি, আপনি ঠিক কথাই বলছেন। সমস্ত পিঠার মধ্যে পুলিপিঠা সবচেয়ে সুস্বাদু পিঠা। যা প্রায় সবাই পছন্দ করে।

$ 0.00
4 years ago

পুলি পিঠা খেতে খুব মজা লাগে। শীতের দিনে পুলি পিঠা খেতে আরো বেশি ভালো লাগে। পুলি পিঠার ভিতরে নারকেলের পুরটা খেতে বেশ।

$ 0.00
4 years ago

Amaro Puli pitha khub posonder akta pitha.donnobad

$ 0.00
4 years ago

যে কোন রকম পুলি পিঠা আমার খেতে ভালো লাগে। বিশেষ করে দুধ পুলি খেতে বেশি ভালো লাগে।

$ 0.00
4 years ago

Amaro Puli pitha khete valo lage. Amar posonder akta pitha Puli pitha. Donnobad

$ 0.00
4 years ago

পুলি পিঠা খুবই মজাদার এবং সুস্বাদু একটি পিঠা৷ আমাদের দেশের গ্রামাঞ্চলে পুলি পিঠা বেশ জনপ্রিয়। আমার ভীষণ ভালো লাগে পুলি পিঠা খেতে।

$ 0.00
4 years ago

আমারো অনেক ভালো লাগে পুলি পিঠা। নানা ধরনের পিঠার মধ্যে সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে পুলি পিঠা। ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

পুলি পিঠা খুবি সুস্বাদু একটা খাবার। এটি জাল ও বানানো যায় আবার মিষ্টিও বিশেষ করে তাদের জন্য এটি খুব ভালো যারা কম সময়ে সহজ রেসিপি বানাতে চাই

$ 0.00
4 years ago

Puli pitha Amar posonder akta pitha . Donnobad apnar mulloban motamoter jonno.

$ 0.00
4 years ago

পুলি পিঠা আমার খুবই একটি সুস্বাদু খাবার। এই পিঠাটি বানানোর যত সোজা খেতে অত্যন্ত সুস্বাদু ‌। আমার অনেক ভালো লাগে পুলি পিঠা খেতে।আপনার আর্টিকেলটি পড়ে আমার খুবই ভালো লেগেছে আপনি সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন এবং আরো করতে থাকবেন ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পুলি পিঠার রেসিপিটা মনোযোগ সহকারে পড়ার জন্য।

$ 0.00
4 years ago