মোবাইল ফোন

6 17
Avatar for Adnan334
4 years ago

মোবাইল ফোন আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। মোবাইল ফোন ছাড়া আজকাল এক মিনিটেও ভাবা যায় না। মোবাইল ফোন দিয়ে যেকোন সময় যেকোন জায়গায় কথা বলা যায়। মোবাইল ফোন ছাড়া এটা কখনো কল্পনা করা যেত না। খুব সহজেই মোবাইল ফোন পকেটে নিয়ে চলাফেরা করা যায়। আধুনিক বিজ্ঞানের বিষ্ময়কর অবদানের মধ্যে সব থেকে বড় অবদান মোবাইল ফোন। মোবাইল ফোন দিয়ে খুব সহজেই ক্ষুদে বার্তা পাঠানো যায়।বড় বড় এমএমএস পাঠানো যায়। এখন আর সময় দেখার জন্য ঘড়ির প্রয়োজন হয় না। মোবাইলেই সময় দেখা যায়। আজকাল মোবাইল ফোনের আধুনিক ভার্সন অ্যান্ড্রয়েড মোবাইল অর্থাৎ স্মার্টফোন। স্মার্টফোনে নেট কানেকশন আছে। স্মার্টফোনে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়। খুব সড়জেই এটাতে ফেসবুক,টুইটার, রিড.ক্যাশের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করা যায়। যেকোনো সময় যে কোনো জায়গায় তাপমাত্রা আদ্রতা জানা যায়। যেকোনো বিষয় অডিও ভিডিও দেখা এবং শোনা যায়। ইচ্ছা মত ফটোগ্রাফি করা যায় , ভিডিও করা যায়। স্মার্টফোনের মাধ্যমে যেকোনো গান , ছায়াছবি, নাটক, কবিতা যা কিছু আছে সব কিছু ডাউনলোড করা যায়।

বিভিন্ন ভালো দিক থাকলেও এর কিছু খারাপ দিক আছে।তাই আমরা মোবাইলের খারাপ দিক বর্জন করে ভালো দিকগুলো ব্যবহার করব।

3
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty

Comments

যোগাযোগ,বিনোদন ইত্যাদি কাজে মোবাইল ব্যবহার করা হয়

$ 0.00
4 years ago

বর্তমান যুগে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম মোবাইল ফোন। মোবাইল দিয়ে যোগাযোগ ছাড়াও অডিও ভিডিও ছবি বা গান দেখা যায়। আধুনিক জীবনকে করেছে সমৃদ্ধ।

$ 0.00
4 years ago

বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের একদিন ও চলেনা। সবকিছুর মাধ্যম এখন মোবাইল ফোন।

$ 0.00
4 years ago

হ্যাঁ, মোবাইল একটি জনপ্রিয় যোগাযোগের মাধ্যম। চিঠির প্রচলন দূর করে মোবাইল ফোন এসেছে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে।যার মাধ্যমে দ্রুত সময়ে পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করা যায়।

$ 0.00
4 years ago

মোবাইল ফোন ছাড়া আমাদের একদিন ও চলেনা।

$ 0.00
4 years ago

হ্যাঁ, বর্তমানে ছোট থেকে বড় সবার হাতে হাতে মোবাইল ফোন আছে। প্রতিটি মুহূর্তে মোবাইল ফোন ব্যবহার করা হয়। মোবাইল ফোন ছাড়া একটা মুহূর্ত কাটে না।

$ 0.00
4 years ago