কৃষক সে তো মহা প্রেমিক
প্রেমে সাজায় মাঠ
সেই মাঠে ফসল ফলায়
ফসলের সম্রাট।
মাঠ জোড়া বিশাল মাঠ
ছাওয়া সবুজ গাছে
মাটি, পানি ফুল ফসলে
কার মায়া লেগে আছে?
মাঠির টানে ফসলী ক্ষেতে
কৃষক সারা বেলা
নিড়ানী হাতে ফসলের সাথে
খেলায় প্রাণের খেলা
যখন কৃষক মাঠের পাশে
চোখটি মেলে চায়
মনের যত দুঃখ কষ্ট
নিমিষে ঘুচে যায়।
মনের ভেতর উতাল পাতাল
করে আশার বান
মনের সুখে গান ধরে সে
যখন কাটে ধান।
এতো সুন্দর সুন্দর কবিতা আপনি লিখেন কিভাবে ভাইয়া??? আপনি কি কবি নাকি ??? অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কৃষক কবিতাটি। ধন্যবাদ।