জোড়দিঘিতে একবেলা
বন্ধুরে জোড়দিঘিতে একবেলা
মনে মনে ভাবের খেলা
জোড়দিঘিতে একবেলা।
তোমার ভালোবাসার টানে
এসেছি তোমার এখানে
আলাপে আলাপে কেটে গেলো
দুপুর বেলা
জোড়দিঘিতে একবেলা
বন্ধুরে জোড়দিঘিতে একবেলা।
ভালো ভালো খাবার পেলাম
তারচেয়ে বেশি আদর পেলাম
বিদায় বেলায় মনের ভেতর
বসে শোকের মেলা
জোড়দিঘিতে একবেলা
বন্ধুরে জোড়দিঘিতে একবেলা।
ও বেলা তুই যাসনে ডুবে
আর কিছুক্ষণ থাকবো বসে
জীবতারাটা না খসলে
মিলবে অনেক মিলন মেলা
জোড়দিঘিতে একবেলা
বন্ধুরে জোড়দিঘিতে একবেলা।
আর কোনদিন আসবো কিনা
কারো মুখ দেখাবো কিনা
কে জানে তা আমি জানিনা
ভাবি আমার ভবের খেলা
শেষ হয়ে যায় কোনবেলা
জোড়দিঘিতে একবেলা
বন্ধুরে জোড়দিঘিতে একবেলা।
ভাই আপনি খুব সুন্দর কবিতা লিখছেন