দুষ্ট রাজা তুষ্ট নয়
নেশায় থাকে ভোর
বয়সকালে দুষ্টমিতে
মস্তবড় চোর।
কীসের খোঁজে চক্ষু বোজে
ব্যাঘ্রসম ধায়
সুযোগ পেলে যারে তারেই
জ্যান্ত ধরে খায়।
যতই বাঁধা আসুক না তার
ভেঙ্গে যাবে পাড়
ডান্ডা পিঠে ঠান্ডা করা
সাধ্যি আছে কার?
আপন দেশে রাজন তিনি
রিপুর বড় দাস
ভুলের মাঝে ডুবায় মাথা
কাটায় বারমাস।
আপনার কবিতা পড়তে ভালোই লাগে..এগুলো কি আপনার নিজ থেকে লিখা..??