মার ওরে মার ছক্কা মার,
ছক্কা মার্ ছক্কা মার্ ছক্কা মার্।
বিশ্বকাপে জিততে হবে
গড়তে হবে রানের পাহাড়
মার ওরে মার ছক্কা মার্।
একবার যদি ভাঙতে পারিস
ওদের মনোবল
বিশ্বকাপ জয় করতে
ঠেকায় কেবা বল?
মনের ভেতর থাকতে হবে
শক্তি সাহস প্রত্যয়
দেশের সুনাম আনতে হবে
আনতে হবে জয়।
শক্ত করে ব্যাটটা ধরে
কমপক্ষে তুই মাররে চার
মার ওরে মার ছক্কা মার।
মনেবলে পড়লে ভাটা
জয়ের পথে লাগবে জাম
দেশ বিদেশে নষ্ট হবে
তোমার দেশের নাম।
হেলায় খেলায় হারলে তুমি
নামটা যাবে কাটা
দেশের মানুষ ওঠবে ক্ষেপে
জানিয়ে দিবে টাটা।
সতর্ক হও, সতর্ক হও
আলসেমিতে সময়টা তুই করিসনে পার
মার ওরে মার ছক্কা মার।
শক্তি সাহস মনের জোর
গড়তে পারে বিশাল স্কোর
মার ওরে মার জোরসে মার
বলটা যেন বাউন্ডারি হয়রে পার
মার ওরে মার ছক্কা মার।
দেশ বিদেশে তোদের সুনাম
তুলবে এবার ঝড়
তোরা তো বাংলাদেশের টাইগার
সে কথা প্রমাণ কর।
ও তোরা না টাইগার
মার ওরে মার ছক্কা মার।
ক্রিকেট নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেন এটা ভাবাই যায় না। আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা আমি আগেও জানি। কিন্তু এই কবিতাটা খুবই নতুন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।