ছবি যেন শুধু ছবি নয়
সে যেন আমার খেলার সাথী
আমার সাথে করে অভিনয়
ছবি যেন শুধু ছবি নয়।
কোন এক মেয়ে এসে
মন চুরি করে ভালোবাসে
দূরে সরে যায়
আমি পাগল বেশে,তারই আশে
ছুটে মরি হায়
ধরা দিতে এসে
চলে যায় হেসে
জাত অভিমানে কথা নাহি কয়
ছবি যেন শুধু ছবি নয়।
ছবি যেন চাঁদের অপর নাম
সবাই তারে করে প্রণাম
আমি তার রূপের কাছে
হার মেনেছি
তাই তো বারে বারে খুঁজে তারে
পথ মেরেছি।
আমার হৃদয়ে ঝড় উঠেছে
তাকে না পাওয়ার সংশয়
ছবি যেন শুধু ছবি নয়।
ছবি সে তো মায়াবিনী
পাশের বাড়ির মেয়ে
সে যে এক অনন্যা সুন্দরী
হৃদয় মন আছে ছেয়ে
ভুলিতে চাই পারি না ভুলিতে
মনের তুলিতে বাঁধা আছে
তাঁর পরিচয়
ছবি যেন শুধু ছবি নয়।
Nice