বৃষ্টি এলো ইষ্টি নিয়ে
খেতে দিবো কী?
গিন্নী বলে 'ভাবনা কিসে'
ঘরে আছে ঘি।
ময়দা চিনি সবই আছে
তেলটা নেই যে
কী করি আজ লাকড়ি গুলো
সবই গেছে ভিজে।
তবে কী ইষ্টি উপোষ রবে
কী করে তা হয়?
'ঘরে আছে গুড় মুড়ি খই
তবে কিসের ভয়?'
ইষ্টি বলে 'খাই না রাতে
বিষম ব্যথা পেটে
এনটাসিড আর পানি হলে
রাতটা যাবে কেটে'।
আপনিতো বেশ ভালোই কবিতা লেখেন।মাঝে মাঝেই পড়ি আপনার কবিতার ঝুড়ি।