অনিকের মেয়ের বিয়ে আগামী পরশু দিন। বিয়েতে অনেক খরচ হবে । তাঁর কাছে বেশি টাকা ছিল না তাই তার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার চায়। তাঁর বন্ধু অনিকের বিকাশ অ্যাকাউন্ট এ দুই লক্ষ টাকা পাঠায়। অনিক দুশ্চিন্তা মুক্ত হয়। সন্ধ্যা বেলা অনিকের মোবাইলে একটা কল আসে। অনিক কলটা রিসিভ করার পর-
অনিক: হ্যালো, কে বলছেন?
প্রতারক: হ্যালো ,স্যার !আমি বিকাশ কল সেন্টার থেকে বলছি।
অনিক: জি, বলুন।
প্রতারক: স্যার, আপনার এই সিমে যে বিকাশ অ্যাকাউন্ট আছে তার তথ্য আপনাকে হালনাগাদ করতে বলা হয়েছিল। আপনি কি তথ্য হালনাগাদ করছেন?
অনিক: না। আমি তো এরকম কোনো মেসেজ পাই নাই!
প্রতারক: স্যার তথ্য হালনাগাদ না করায় আপনার অ্যাকাউন্ট অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি অ্যাকাউন্টটা সচল রাখতে চান?
অনিক: জি, আমি অ্যাকাউন্টটি ব্যবহার করি।
প্রতারক: তাহলে স্যার! অ্যাকাউন্ট সচল করতে আপনাকে কিছু তথ্য দিতে হবে।
অনিক: কি কি তথ্য দিতে হবে?
প্রতারক: স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্ট কতদিন ধরে ব্যবহার করছেন?
অনিক: প্রায় ৪বছর ধরে,২০১৬ সাল থেকে ব্যবহার করছি।
প্রতারক: ওকে স্যার! আপনার বিকাশ থেকে সর্বশেষ কত টাকা লেনদেন করেছেন?
অনিক: দুই লক্ষ টাকা রিসিভ মানি ।
প্রতারক: ওকে, আপনার সিমে এখন একটা কোড যাবে কোডটি বলবেন ঠিকাছে?
অনিক: ওকে।
প্রতারক: একটি কোড গেছে দেখুন ! কোডটি বলুন।
অনিক: ৪৬২...!
প্রতারক:ওকে, এবার আপনার পিন কোডটি বলুন।
অনিক:৯৫২৭৪।
প্রতারক: স্যার আপনার বিকাশ অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যে সচল করা হবে। ধন্যবাদ বিকাশের সাথেই থাকুন। (পুট,পুট,পুট...কলটা কেটে দিল)
কিছুক্ষণ পরে অনিক তার বিকাশ অ্যাকাউন্ট চেক করল।দেখল অ্যাকাউন্ট ঠিক আছে , ব্যালেন্স চেক করতে গিয়ে দেখল ব্যালেন্স ফাঁকা।
( বিকাশ কখনো ভেরিফিকেশন কোড এবং পিন নম্বর চায় না। সবাইকে সচেতন হতে হবে)।
বিকাশের ব্যালেন্স চেক করার পর অনিক খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। এদিকে বাড়িতে মেহমান সহ সবাই বিষয়টি জানতে পারল। অনিক থানায় জিডি করে আসল। বিকাশ হেল্প লাইনে কথা বলল। কিন্তু ততক্ষণে প্রতারক টাকা ক্যাশ আউট করে ফেলছে।
মন খারাপ করে অনিক বসে রইল খুবই চিন্তিত হয়ে। এখন মেয়ের বিয়ে কি করে হবে । রাত অনেক হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়ল।
সকালে ঘুম থেকে উঠে চাকর চা দিতে গিয়ে দেখল অনিক বাবুর লাশ পড়ে আছে সোফায়। সে চিৎকার করে উঠল এবং সবাই চিৎকার শুনে বেড়িয়ে এসে দেখে অনিক বাবুর লাশ। মুখটা নীল হয়ে আছে। একজন সিআইডি কে ফোন করল।
গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন। গল্পটি আপনাদের ভালো লাগলে পরবর্তী পর্ব লিখব।
অন্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সাজিয়ে গুছিয়ে গল্প লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। বিকাশ এর মাধ্যমে প্রতিদিন অনেক টাকা লেনদেন হয়।