বিদায়

7 20
Avatar for Adnan334
3 years ago

কোথায় ছিলাম, কোথায় এলাম,

কোথায় যাব শেষে;

ছাড়তে কী মন চায় রে মা

তোমায় ভালোবেসে।

এই নদী ও নদীর জল

এই মাঠ ও মাঠের ফসল

এই বাড়ি ও বাড়ির ঘর

যেখানে আমার মায়া মমতা আছে মিশে

ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

এই আকাশ , এই বাতাস

এই ফুল ও ফুলের সুবাস

দোয়েল-কোয়েল ও কোকিলের কুহুতান

পরাণ জুড়ানো এ গান

আমাকে বেঁধে রেখেছে তোমার আঁচলদেশে

ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

থাকতে চাইলে কী আর যায়রে থাকা

আসা-যাওয়া এ তো বিঁধিআঁকা

তাইতো চলে যাচ্ছি মা চোখের জলে ভেসে

ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।

11
$ 0.20
$ 0.20 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
3 years ago

Comments

আপনিতো দেখছি খুব ভালো একটা কবি।কবিতাটা সুন্দর হয়েছে অনেক।আর ছবিগুলাও সুন্দর লাগছে।

$ 0.00
3 years ago

Amadar mon bidai dite na cailaw maje maje poristytir karone bidai nite hoi

$ 0.00
3 years ago

বিদায় এই কবিতাটি আসলে অনেক সুন্দর হয়েছে ভাই। আমি আগেও বলেছি যে আপনি অনেক ভালো কবিতা লিখতে পারেন। আরে কবিতাটি পুরো নতুনত্ব প্রকাশ করে আমাদের মাঝে। বিদায় আসলে অনেক কঠিন একটি শব্দ। আমরা এই শব্দটি কে খুব কঠিন ভাবে ব্যবহার করে থাকি।আপনার এই কবিতা থেকে অনেক কিছু শেখার আছে এবং বোঝার আছে আশাকরি সবাই এই কবিতাটি পড়ে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

আপনি অনেক ভালো একজন লেখক। তার পাশাপাশি আপনি অনেক ভালো একজন কবিও বটে। আপনার লেখা প্রতিটি কবিতাই অসম্ভব সুন্দর। আর বিদায় কবিতাটিও অনেক সুন্দর হয়েছে।

$ 0.00
3 years ago

আপনার আর্টিকেলটা খুবই সুন্দর হয়েছে। সত্যিই আপনি অনেক ভালো লিখেন। এভাবে আরো লিখবেন।

$ 0.00
3 years ago

অসাধারণ একটি কবিতা । আপনার কবিতা মাধ্যমে অনেক কিছু শিখার আছে।আরো নতুন কিছু জন্য অপেক্ষা থাকব

$ 0.00
3 years ago

বিদায় কথাটা খুবই হৃদয়বিদারক। বিদায় কথাটা ভাবলেই কেমনে জানি চোখ দিয়ে পানি চলে আসে। আপনার এই কবিতাটি পড়ে ঠিক তেমনটাই হলো কবিতাটা অনেক সুন্দর হয়েছে।

$ 0.00
3 years ago