কোথায় ছিলাম, কোথায় এলাম,
কোথায় যাব শেষে;
ছাড়তে কী মন চায় রে মা
তোমায় ভালোবেসে।
এই নদী ও নদীর জল
এই মাঠ ও মাঠের ফসল
এই বাড়ি ও বাড়ির ঘর
যেখানে আমার মায়া মমতা আছে মিশে
ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।
এই আকাশ , এই বাতাস
এই ফুল ও ফুলের সুবাস
দোয়েল-কোয়েল ও কোকিলের কুহুতান
পরাণ জুড়ানো এ গান
আমাকে বেঁধে রেখেছে তোমার আঁচলদেশে
ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।
থাকতে চাইলে কী আর যায়রে থাকা
আসা-যাওয়া এ তো বিঁধিআঁকা
তাইতো চলে যাচ্ছি মা চোখের জলে ভেসে
ছাড়তে কী মন চায় রে মা তোমায় ভালোবেসে।
আপনিতো দেখছি খুব ভালো একটা কবি।কবিতাটা সুন্দর হয়েছে অনেক।আর ছবিগুলাও সুন্দর লাগছে।