বেগুন ভাজি রেসিপি

14 93
Avatar for Adnan334
3 years ago

বাঙালিদের একটি মজার খাবার হলো বেগুন। বেগুন খাইতেও মজা,চুলকায়তেও মজা। বেগুন বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। আজকে আমি বেগুন ভাজির রেসিপি লিখতে চলেছি। আশা করি সবাই সাপোর্ট করবেন।

উপকরণ:

১) বেগুন-২/৩টা।

২) মরিচের গুঁড়া-পরিমাণমতো।

৩) হলুদের গুঁড়া-পরিমাণমতো।

৪) লবণ-স্বাদমত।

৫) তেল- পরিমাণমতো।

পদ্ধতি:

প্রথমে বেগুন ভালো করে ধুয়ে লম্বালম্বিভাবে ফালি করে কেটে নিতে হবে। এবার একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ মিশিয়ে নিতে হবে। তারপর বেগুনের খন্ড ঐ মিশ্রণটিতে মিশিয়ে নিতে হবে।

এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিতে হবে। তারপর তেল দিয়ে গরম করে নিতে হবে। এবার লবণ, মরিচ গুঁড়া,হলুদের গুঁড়া মেশানো বেগুন গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে ভাজাকাটা দিয়ে উল্টিয়ে দিতে হবে।

বেগুনের টুকরোর দুই পাশে যখন ভাজা হয়ে মচমচে হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন ভাজি। এবার আপনার ইচ্ছামত বেগুন ভাজি পরিবেশন করতে পারবেন।

6
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of Adnan334
empty
empty
empty
Avatar for Adnan334
3 years ago

Comments

বৃষ্টির দিনে খিচুড়ির সাথে গরম গরম বেগুনি ভাজি খেতে আমার বাসায় সবাই পছন্দ করে। আমারও বেশ ভালো লাগে।

$ 0.00
3 years ago

Thanks for your valuable comments.

$ 0.00
3 years ago

ঝুম ঝুম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে কি যে মজা বলে বোঝানো যাবে না।

$ 0.00
3 years ago

Ha, beguner sob recipe khub mojadar. Donnobad apnake apnar mulloban comment ar jonno.

$ 0.00
3 years ago

Bagun vaji khata to khub moja ar apni explain o korechan onak sundor vabe kintu amar alargy jonno ata khawa hoa utha na

$ 0.00
3 years ago

বেগুন খাইতেও মজা চুলকায়তেও মজা। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

$ 0.00
3 years ago

Wlc

$ 0.00
3 years ago

বেগুন ভাজা আমরা সবাই কমবেশি পছন্দ করি। আমাদের প্রায় প্রতিদিনের খাবারেই বেগুন এর কোনো না কোনো আইটেম থাকে।

$ 0.00
3 years ago

হ্যাঁ, বেগুন বাঙালিদের একটি প্রিয় খাদ্য। বেগুনের সব রেসিপি গুলোই মজাদার হয়। ধন্যবাদ

$ 0.00
3 years ago

Apnakeo onek onek dhonnobad vaiya begun vajar eto sundor receipe amader sathe share korar jonno.

$ 0.00
3 years ago

বেগুন ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের নিত্যদিনের বাজারের মধ্যে বেগুন একটি। এই রকম একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

আপনাকেও ধন্যবাদ। বেগুন ভাজি প্রায় সবাই পছন্দ করে।

$ 0.00
3 years ago

বেগুন ভাজি খুবই একটি সুস্বাদু মূলক খাবার এবং খুবই স্বাস্থ্যকর খাবার। আমি তেমন বেগুন ভাজি খায় না কারণ আমার বাড়িতে কেউ খেতে পছন্দ করে না এটাই এলার্জি আছে তাই। তবু আপনার রেসিপি টা পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনারা আর্টিকেলগুলো আমি প্রতিনিয়তই পড়ি। আমার অনেক ভালো লাগে আপনার আর্টিকেলগুলো পড়ছে ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

$ 0.00
3 years ago